ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণমতে আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
(২) আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
(৩) কারো পাপের কথা সবাই জানে বা আমি আগে থেকে জানি, সেই কথা যদি কোনো মজলিশে আলোচনা করা হয়, তাহলে সেটাও গিবতের অংশ হিসেবে বিবেচিত হবে।
(৪) আপনি স্থানীয় ভালো কোনো মুদাব্বির আলেমের শরণাপন্ন হবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3469
(৫) আপনি নেককার কোনো মানুষ,আলেম,মসজিদের ইমাম মুওয়াজ্জিন সাহেবের সাথে সর্বদা সুসম্পর্ক রাখবেন।
(৬) আপনি আপনার আমলকে আরো উন্নত করবেন।সেই দিকেই ইঙ্গিত করা হচ্ছে
(৭) প্রশ্নের বিবরণমতে আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
লুৎফর রহমান ফরায়েজি সাহেব ঠিকই বলেছেন।
(৮) বাথরুমে অথবা বাসায় মেয়েরা ছেলেদের জুতা পরতে পারবে।
৯।কোনো হালাল রুজিরোজগারের কাজ কে মাুনষ ছোটো মনে করে বলে মনের ভেতর সম্মান রেখে সেই কাজ না করে অন্য কোনো হালাল রুজিরোজগার করে, যেটা মানুষ ছোটো মনে করে না, তাহলে ইমানে কোনো সমস্যা হবে না।