আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমার বাবা আমাকে ভরনপোষণ দেয় না ছোট থেকে,সংসার বিষয়ে উদাসিন, আমার মা কাজ করে আমাদের এতোদিন চালায়ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর রহমতে। এখন আমার মা আর বাইরে কাজ করতে পারে না, পা এর সম্যসা, আমাদের জমি জমা নেই,
আগে আমি টিউশনি করে ইন্টারমিডিয়েট পড়ছি, বাট ভার্সিটি তে আসার পর টিউশনি পায় নি,
আমার বোন নার্স সে আমার যাবতীয় খরচ চালায় এখন
দ্বীনে আসার পর জব করার কোনো ইচ্ছা নাই আমার বোন এখন আমাকে বলে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে একটা জব করতে যাতে তার বোঝা টা কমে যায়, এখন আমি কি করব একটু বলবেন প্লিজ জব করা ভালো নাকি বিয়ে করা আমি অবিবাহিত, আমার বাবা আমার বিয়ের জন্য ও ভাবে না ছেলে আনে সব দুনিয়ায় দার, দ্বীনদার ছেলে এর কথা বললে বলে তুই খুঁজে নে আমারা এ রকম কয় পাবো,
শরীয়ত সম্মত ভাবে আমি চলতে চাই তাই আমি এখন কি করব প্লিজ বলুন