আসসালামু আলাইকুম।
আমি আইওএম এর অনলাইন ছাত্রী। আমি দ্বীনে ফেরার পর প্রায় ১ বছর পর এই মাদরাসায় ভর্তি হই। কিন্তু তারপর থেকেই আমি অন্য কোনো কারণে দ্বীন থেকে বার বার ছুটে যাচ্ছি। এখন বিষয়টা এমন হয়েছে যে আমি ক্লাস করার উদ্দেশে ল্যাপটপ চালাই ঠিক। কিন্তু মাসে হয়তো ১/২ টা ক্লাস করি আর অধিকাংশ সময় ই আমি অনেক অনেক অনেক গুনাহ করে ফেলি। চোখের জিনাসহ নীল জগতের অন্যান্য কিছু গুনাহ। কিন্তু ইলম অর্জন একদমই কম হয়, গুনাহ প্রচুর বেশি হয়। ৩ বার আমি এই মাদরাসায় রিএডমিশন নিয়েও টিকে থাকতে পারছিনা। দ্বীনে ফিরার আগে অনলাইন এর বিভিন্ন নেশা ছিলো আমার। কিন্তু মাঝখানে আল্লাহর রহমতে ছাড়তে পারলেও এখন কোনোভাবেই পারছিনা। আমি বার বার নফসের কাছে হেরে যাচ্ছি। নামাজ বাদ যাচ্ছে প্রচুর। আর আমি জানি এটা হচ্ছে চোখের জিনার কারণে। পড়ালেখায় এক্কেবারেই মনোযোগ নাই।( কলেজ ২য় বর্ষে পড়ি) এমন সম্ভব না যে কেও আমাকে পাহারা দিবে যাতে ল্যাপটপে কিছু না দেখি , আর আমি কাওকে বলতেও পারছিনা। অনেকভাবে অনেকভাবে অনেকভাবে চেষ্টা করেও হারাম ছাড়তে পারতেছিনা।
১/এমনকি পাশের ঘরেও টিভি চলে, এখান থেকে বাচবো কিভাবে?
২/আমি একজায়গায় পড়েছিলাম, যেসব জিনিস হারামের দিকে টেনে নেয় তা হারাম।তবে কি ল্যাপটপ হারাম আমার জন্য, তাহলে কি আমি স্মারটফোন বা ল্যাপটপ ব্যাবহার বন্ধ করে দিবো ?
৩/এমাতবস্থায় আমার কি করা দরকার? অনলাইন পড়া বাদ দিয়ে জেনারেল পড়ায় মনোযোগ দেয়া? তাহলে শারীয়াতি ইলম কিভাবে অর্জন করবো?( মা বাবা আমাকে মেডিকেলে পড়াতে চায়, তারা জেনারেল পড়া ছাড়তে দিবেনা কোনোভাবেই, আর আমি সবার ছোটো, অন্য ২ ভাই বোন পড়েনি ঠিকমতো,তাদের জীবনও ঠিক নাই ,বেখেয়ালী জীবন কাটায় ,তাই সব চাপ আমার ওপর)
৪/ যেহেতু আমি মেয়ে তাই আমার জন্য বিষয়গুলো অনেকটা কঠিন, আর আমি ঘরের বাইরের দুনিয়্যার তেমন খবরও জানিনা, কলেজ ও বাসা অবধি আমার দওর। শরীয়তের ইলম অর্জন করাও আমার জন্য ফরজ। তাহলে আমি কিভাবে কি করবো?
৫/ অফলাইনে মাদরাসায় পড়লেও কিভাবে পড়বো?