জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ بَاعَ مِنْ أَخِيهِ بَيْعًا فِيهِ عَيْبٌ إِلاَّ بَيَّنَهُ لَهُ " .
‘উকবা বিন ‘আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ মুসলিম মুসলিমের ভাই। অতএব কোন মুসলিমের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ক্রটি বর্ণনা না করে তা বিক্রয় করা বৈধ নয়।
(ইবনে মাজাহ ২২৪৬. মুসনাদে আহমাদ ১৬৯৯৮, ইরওয়া ১৩২১।)
عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ بَاعَ عَيْبًا لَمْ يُبَيِّنْهُ لَمْ يَزَلْ فِي مَقْتٍ مِنَ اللَّهِ وَلَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تَلْعَنُهُ " .
ওয়াসিলা ইবনুল আসকা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যেঃ যে ব্যক্তি পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করে, সে সর্বদা আল্লাহর গযবের মধ্যে থাকে এবং ফেরেশতারা সব সময় তাকে অভিসম্পাত করতে থাকে।
(ইবনে মাজাহ ২২৪৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত পাখিটি কারো পোষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই উক্ত পাখি বিক্রয় করলে সতর্কতামূলক সেই টাকা মালিকেরর ছওয়াবের নিয়তে দান করে দেয়া উচিত হবে।
আর আপনার ভাই যেহেতু পাখিটিকে কিছুদিন যাবত আশ্রয় দিয়ে লালন পালন করেছেন,সেক্ষেত্রে তার খরচ হলে সেই খরচ উক্ত বিক্রয়ের টাকা হতে নিতে পারবেন।
উল্লেখ্য যে যদি এই পাখি কারো পোষা হওয়ার কোনো সম্ভাবনা না থেকে,সেক্ষেত্রে আপনার ভাই এটিকে বিক্রয় করে পুরো টাকা নিতে পারবে।
★তবে উভয় ছুরতে যার কাছে পাখি বিক্রয় করা হবে,তাকে পাখিটির আঘাত প্রাপ্ত হওয়ার কথা জানাতে হবে।
আরো জানুনঃ-