বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রকাশনা স্বত্ব সংরক্ষিত রাখা জায়েয।সেজন্য প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের কপি করা জায়েয হবে না।চায় তা অফলাইনে হোক বা অনলাইনে হোক।সুতরাং প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের ফটোকপি করে বা পিডিএফ ফাইল তৈরী করে তা বিক্রি করা/প্রচার-প্রসার করা কখনো জায়েয হবে না।
ফেকহী মাক্বালাত(শায়খুল ইসলাম তাক্বী উসমানী)- ১/১৭৩---২৪১
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে এসেছে,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
لا ضرر ولا ضرار
ইসলামে নিজেকে ক্ষতি পৌছানো নেই এবং অন্যকেও ক্ষতি পৌছানো যাবে না।(সুনানু ইবনি মা'জা-২৩৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) pinterest এর ছবিগুলোর স্বত্ব যদি সংরক্ষিত না হয়,তাহলে এমন ছবি ব্যবহার জায়েয হবে, গ্রাফিক্স ডিজাইনে সেই ছবি সংযোজন করে করে ইনকাম করা জায়েয হবে।
2)pinterest বা অন্য যেকোনো ওয়েবসাইটের ছবি কপিরাইট ফ্রি দ্বীনের কাজে বা নিজের ফোনে ব্যাকগ্রাউন্ডে বা সোশাল মিডিয়ায় সাধারণ পোস্টের ক্ষেত্রে ব্যবহার করা জায়েয হবে। তবে কপিরাইট যুক্ত থাকলে সেগুলো নিজের কাজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
3) ইউটিউব বা ফেসবুকের ইসলামিক ভিডিও যেখান থেকে ডাউনলোড করেছেনন, সেখানের কার্টেসি/চ্যানেলের নাম উল্লেখ করে অন্য কোথাও দাওয়াহর উদ্দেশ্যে প্রচার করা যাবে।