আসসালামু আলাইকুম উস্তায।
পাত্র নতুন চাকরিতে জয়েন করেছে কিছুদিন হলো।বেতন ১৬০০০। এমতাবস্থায় বিয়ের আয়োজন করা হলে, পাত্রের পক্ষ থেকে কাবিন,দেনমোহর খরচ পাত্রের বাবারই বহন করতে হবে। পাত্র এতটাও সামর্থবান নয় যে নিজের ওয়ালিমার খরচ বহন করবে। আর বিয়ের জন্য অন্যান্য খরচ করার পর পাত্রের বাবার পক্ষেও ওয়ালিমার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়বে। কারণ পাত্রের বাবার আয়ের উৎস নেই। বাবার পেনশনের টাকায় সংসার চলে।
(উল্লেখ্য যে,পাত্র -পাত্রী দুজন দুজনকে পছন্দ করায় পাত্রের পরিবার তাদের হারাম সম্পর্কে থাকতে দিতে চান না। তাই বিয়ে দ্রুত দিতে চান। পাত্রের পরিবার ইসলামিক নিয়ম ও সুন্নাহ অনুসারে বিয়ে দিতে চান।)
হাদিস অনুসারে, বিয়ের পর ওয়ালিমা করা সুন্নাত। এই কারনে, পাত্রের পক্ষে তো ওয়ালিমার খরচ বহন করা সম্ভব হবে না। এছাড়া, পাত্রের বাবার পক্ষেও ওয়ালিমার খরচ বহন করা সম্ভব না। কারন, ওয়ালিমার খরচ করতে পাত্রের বাবার ঋণ করা লাগবে। যা শোধ করার সামর্থও পরে থাকবে না। পাত্রপক্ষ, পাত্রীপক্ষের কাছে কোনোকিছু দাবি করবে না, কারন তারা সবকিছু সুন্নাহ মোতাবেক করতে চায়। যেহেতু, পাত্রীপক্ষের কাছে কিছু চাওয়া সুন্নাহ পরিপন্থী।
এমতাবস্থায় কি করা উচিত হবে? মাসআলা, ফিকহ ও হাদিস অনুসারে পরামর্শ দিলে পাত্রের বাবা চিন্তা মুক্ত হবেন ইন শা আল্লাহ।