আসসালমুআলাইকুম শায়েখ।
আমার বাড়ি ভারতের পশ্চিম বঙ্গে। সেই খানে স্কুল এ ছাত্র ছাত্রী দের কে স্বাধীনতা দিবসের দিন স্লোগান করে *বন্দে মাতরম*
আমিও বলেছি , এমন কি কিছু দিন আগেই এক হিন্দু আমাকে বলতে বলেছিল আমি বলেছিলাম ।
আখন আমি বন্দে মাতরম এর আসল মানে জেনেছি , জার অর্থ হলো । আমি তোমাকে সালাম করি মা ( মা বলতে হিন্দু দের কোনো দেবতা বা ভারত কে বোঝানো হয়েছে) ।
আমি তোমার কাছে মাথা নত করছি। এই টা হলো মানে।
হুজুর আমি না জেনে শুনে বলেছি। আমি যদি জানতাম এর আসল মনে তাহলে কখনোই বলতাম না ।
আস্তাফিরুল্লাহ হুজুর আমি না জেনে ভুল করেছি । জীবনে আর কখনো বলবনা।
১. ভুল করে না জেনে বলেছি হুজুর আমার কি ঈমান চলে যাবে??