ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)পানিতে নাজাসাতে খফিফা থাকে (যেমন টিকটিকির পায়খানা) আর এই নাপাকি যদি ফেলে দেয়া হয়।
এই প্রশ্নের ব্যখ্যা প্রয়োজন।
(২)কোন কাপড়ে তরল নাপাকি লাগলে,কাপড় ধৌত করার কষ্ট কমানোর জন্য ঐ কাপড়ের নাপাকি শুকিয়ে যদি ধুয়ে ফেলা হয়, আর নাপাকির কোন চিহ্ন না থাকে, তাহলে কাপড় পাক পবিত্র হিসেবে ধরে নেয়া হবে।
(৩)কোন শক্ত জিনিষে নাপাকি লাগলে আর তা যদি শুকিয়ে যায়, তাহলে ধৌত করে নিলে সেই জিনিষ পবিত্র হিসেবে ধরে নেয়া হবে।
(৪)বিছানার নাপাকি শুকিয়ে গেলে তার উপর নামাজ পড়া যাবে না।
(৫)কোন কাপড়ে নাপাকি থাকলে আর যদি শুকিয়ে যায় তাহলে ঐ কাপড়টি অন্য পাক কাপড়ের সাথে ধুঁয়া যাবে না।বরং নাপাকি লেগে যাওয়া কাপড়কে পৃথকভাবে ধৌত করতে হবে।
(৬)ভুল করে কোন নাপাকি খেয়ে ফেললে তাওবাহ ইস্তেগফার করতে হবে।
(৭)কেউ যদি গোপনে বা প্রকাশ্যে জীবিত কাউকে গালি দেয়,তার নামে গীবত করে বা শুনে বা তার অনুমতিবিহীন তার জিনিস ব্যাবহৃত করে আর তার কাছে যদি ক্ষমা চাইতে সংকোচ বোধ করে, তাহলে তার নামে সদকাহ করলে হবে।বান্দার হক থেকে মুক্তি পাওয়া যাবে।
(৮) ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম।কিন্তু কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে, তাহলে তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দুয়া করা যাবে।তবে তার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না।