আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
আসসালামু আলাইকুম আমার কয়েকটি প্রশ্ন ছিল এর উত্তর দিলে উপকৃত হবো।

১.পানিতে নাজাসাতে খফিফা থাকে (যেমন টিকটিকির পায়খানা) আর এই নাপাকি যদি আমি ফেলে দেই তাহলে পানি কি পাক হবে?

২.কোন কাপরে তরল নাপাকি লাগলে,কাপল দুয়ার কষ্ট কমানোর জন্য ওই কাপরের নাপাকি শুকিয়ে যদি ধুয়ে ফেলি আর নাপাকির কোন চিহ্ন না থাকে তাহলে কাপর কি পাক হবে?

৩. কোন শক্ত জিনিস এ নাপাকি লাগলে আর তা যদি শুকিয়ে যায় তাহলে কি তা পাক হবে?

৪.বিছানার নাপাকি শুকিয়ে গেলে তার উপর নামাজ পড়া যাবে?

৫.কোন কাপড়ে নাপাকি থাকলে আর যদি শুকিয়ে যায় তাহলে কি ওই কাপড়টি অন্য পাক কাপড়ের সাথে ধুঁয়া যাবে?

৬.ভুল করে কোন নাপাকি খেয়ে ফেললে করণীয় কি?

৭.আমি যদি গোপনে বা প্রকাশ্যে জীবিত কাউকে গালি দেই,তার নামে গীবত করি বা শুনি বা তার অনুমতিবিহীন তার জিনিস ব্যাবহৃত করি আর তার কাছে যদি ক্ষমা চাইতে সংকোচ বোধ হয় তাহলে আমি যদি তার নামে সাদকা করার মাধ্যমে বান্দার হক নষ্ট করার থেকে ক্ষমা পাব?

৮. ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম।কিন্তু আমি যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে কি তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দুয়া করতে পারব?

জাযাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)পানিতে নাজাসাতে খফিফা থাকে (যেমন টিকটিকির পায়খানা) আর এই নাপাকি যদি ফেলে দেয়া হয়।

এই প্রশ্নের ব্যখ্যা প্রয়োজন।

(২)কোন কাপড়ে তরল নাপাকি লাগলে,কাপড় ধৌত করার কষ্ট কমানোর জন্য ঐ কাপড়ের নাপাকি শুকিয়ে যদি ধুয়ে ফেলা হয়, আর নাপাকির কোন চিহ্ন না থাকে, তাহলে কাপড় পাক পবিত্র হিসেবে ধরে নেয়া হবে।

(৩)কোন শক্ত জিনিষে নাপাকি লাগলে আর তা যদি শুকিয়ে যায়, তাহলে ধৌত করে নিলে সেই জিনিষ পবিত্র হিসেবে ধরে নেয়া হবে।

(৪)বিছানার নাপাকি শুকিয়ে গেলে তার উপর নামাজ পড়া যাবে না।

(৫)কোন কাপড়ে নাপাকি থাকলে আর যদি শুকিয়ে যায় তাহলে ঐ কাপড়টি অন্য পাক কাপড়ের সাথে ধুঁয়া যাবে না।বরং নাপাকি লেগে যাওয়া কাপড়কে পৃথকভাবে ধৌত করতে হবে।

(৬)ভুল করে কোন নাপাকি খেয়ে ফেললে তাওবাহ ইস্তেগফার করতে হবে।

(৭)কেউ যদি গোপনে বা প্রকাশ্যে জীবিত কাউকে গালি দেয়,তার নামে গীবত করে বা শুনে বা তার অনুমতিবিহীন তার জিনিস ব্যাবহৃত করে আর তার কাছে যদি ক্ষমা চাইতে সংকোচ বোধ করে, তাহলে তার নামে সদকাহ করলে হবে।বান্দার হক থেকে মুক্তি পাওয়া যাবে।

(৮) ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম।কিন্তু কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে, তাহলে তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দুয়া করা যাবে।তবে তার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...