আসসালামু আলাইকুম,
১। ফ্লোরে অথবা বিছানায় ছোট বাচ্চাদের প্রস্রাব শুকিয়ে যাবার পর শরীরের কোনো অংশ সেখানে লাগলে নাপাক হয়ে যাবে?
২। আমার মায়ের মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করে নেন। তখন থেকেই আমার ভাগ্যে সৎমা জুটে গেল। ওনার সাথে ১৬-১৭ বছর একসাথেই থেকেছি। কিন্তু গত রবিবার ওনার সাথে জামেলা করে বাড়ি ছেড়ে চলে আসলাম। এর আগেও মাঝে মধ্যে সামান্য জামেলা হতো, মাঝে মধ্যে কিছু কথায় ধরে ফেলতাম কিন্তু উনি ওনার মতো বরাবরই আমাকে যাচ্ছেতাই বলতো, জবানের মাধ্যমে কষ্ট দিয়ে যেত।। কিন্তু সেগুলোতে ধৈর্য ধরে কাটিয়েছি। কিন্তু এখন আর পারলাম না। আমি আপ্রাণ চেষ্টা করেছি উনার সাথে মানিয়ে চলতে পারি কি না। কিন্তু উনি যেমন স্বভাবের, আমার পক্ষে আর সম্ভব হয়নি ওনার সাথে থাকার। সবসময় হাজার রকমের কথা শুনানো, কানের কাছে ঘ্যানঘ্যান, খুটা দেওয়া, জবানের মাধ্যমে কষ্ট দেওয়া, কাজ করলেও কোনো ভুল হলে ত্যাড়া-বাকা কথা শুনানো, আর না করলে তো আছেই ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে কষ্ট দেওয়া নিত্যনৈমিত্তিক রুটিন ওনার। ওনার সাথে থাকলে আমার চরিত্রও ভালো রাখতে পারবো না আশঙ্ক করছি। তাই ওনার সাথে আর থাকতে পারিনি। এখন বোনের বাসায় আছি। ভাবছি বাড়িতে আর ফিরে যাবো না। কিন্তু আমার বাবা বেচে আছেন। কিন্তু বাবা ওনার এসব কথাবার্তায় কিছু বলেন না। কিছুটা বাধ্য হয়ে, কিছুটা এমনিতেই।
আমার রাগ শুধু সৎমার প্রতিই, বাবার উপর কোনো রাগ নেই। বাবার মুখের দিকে তাকিয়েই এতোদিন বাড়িতে ছিলাম কিন্তু এখন আর পারিনি। ইসলামি দৃষ্টিতে আমি কি কোনো ভুল করেছি?