ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ عَبْدَةَ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ مَنْ قَرَأَ آخِرَ سُورَةِ الْكَهْفِ لِسَاعَةٍ يُرِيدُ يَقُومُ مِنْ اللَّيْلِ قَامَهَا قَالَ عَبْدَةُ فَجَرَّبْنَاهُ فَوَجَدْنَاهُ كَذَلِكَ
যিরর ইবনু হুবাইশ হতে বর্ণিত, তিনি বলেন, রাতে যেকোন সময় উঠার জন্য সূরাহ কাহফের শেষাংশ পাঠ করবে, সে সে সময়ই উঠতে পারবে।বর্ণনাকারী আব্দাহ বলেন, আমরা এটি পরীক্ষা করে দেখেছি এবং অনুরূপ ফলই পেয়েছি।
(সুনানে দারেমি ৩৪৪৫.আবী উবাইদ, ফাযাইলুল কুরআন পৃ: নং ২৪৬; আরও দেখুন, সাখাবী, জামালুল কুররা ১/১৩০।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠার জন্য যদি সুরা কাহাফের শেষ ২ আয়াত পড়ে নিয়ত করে ঘুমানো হয়, তাহলে এটা জায়েজ হবে।
এটি বিদ'আত নয়।
কেউ যদি আল্লাহর কাছে ফজর/তাহাজ্জুদ বা অন্য কোন সময়ে ঘুম থেকে উঠার জন্য এই আমল করে, তাহলে গুনাহ হবেনা।
এই আমল শুদ্ধ,অনেক বুযুর্গানে দ্বীন এর ফল পেয়েছেন,আলহামদুলিল্লাহ।