আসসালমুআলাইকুম হুজুর,
আমার বাড়ি থেকে কিছুতো দূরে কিছু হিন্দু পরিবার থেকে এবং তাদের রাস্তার ধারে বাড়ি ও কিছু ফুলের গাছ আছে ও একটা মন্দির আছে ।
আমি রাস্তা দিয়ে আসছিলাম হটাৎ ওই ফুল গাছ গুলো দেখে মনে হলো কি সুন্দর জায়গা। তৎক্ষণাৎ মনে হলো এখানে তহ মন্দির আছে আর কিছু ভাবা যাবে না তাহলে ঈমান চলে যাবে বলে ভয় হলো।
১. হুজুর ওই ফুল গাছ এর পরিবেশ দেখে মনে মনে সুন্দর মনে হওয়ার জন্য কি ঈমান চলে যাবে? তৎক্ষণাৎ আমি মন্দির দেখে আমার মন কে সরিয়ে নিয়েছি।( আমি মন্দির কে সুন্দর বলিনি)
২. হুজুর আমি খুব ওয়াসওয়াসা র রুগী, এর পর থাকে শুধু মনে হচ্ছে হিন্দু ধর্ম ভালো এই রকম মনে হচ্ছে , সঙ্গে সঙ্গে মন কে অন্য দিক এ নিয়ে যাচ্ছি। আমি মূর্তি এ ঘৃনা করি। আমি জানি ইসলাম হলো সর্ব শ্রেষ্ঠ , আমি খুব ভাগ্যবান যে আমার ধর্ম ইসলাম। কিন্তু হুজুর ওয়াসওয়াসা র জন্য মনে না না রকমের কুফরী কথা যা বললে ঈমান চলে যাবে সেই রকম কথা মনে হচ্ছে। যদিও আমি মুখে একটুও উচ্চরণ করিনি ।
হুজুর আমার এমন মনে হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?
আমি মন থেকে ঘৃনা করি হুজুর মূর্তি পূজা ওয়াসওয়াসা র জন্য হচ্ছে হুজুর ,
মনে হচ্ছে আগে পুজো দেখতে যেতাম মানে সেই খানকার বাজার দেখতাম , মেলা দেখতাম , পূজো দেখতাম কে কত বড় পুজো করেছে, কিন্তু মন থেকে ঘৃনা করেছি। ।
কিন্তু আখন ওয়াসওয়াসা র জন্য উল্টো পাল্টা মনে হচ্ছে,
মনে মনে প্রশ্ন হচ্ছে ওই ভাবে পুজো করা ঠিক নাকি?? (আস্তাফিরুল্লাহ) হয়ত পুজো করা টা ঠিক । আস্তাফিরুল্লাহ ।
আরো অনেক খারাপ খারাপ চিন্তা চলে আসছে মনে হচ্ছে আমাদের ধর্মের থেকে ওদের ধর্ম ঠিক ( আস্তাগিরুল্লাহ,) খুব ভয় হচ্ছে ঈমান চলে যাবে হবে হুজুর।
এই সব মনে মনে হচ্ছে আমি মুখে উচ্চরণ করিনি।
হুজুর আমি ভীষণ ওয়াসওয়াসা র রুগী আমি ঘৃনা করি মূর্তি পূজা। আমি ভালোবাসি ইসলাম কে, আল্লাহ কে, আমার দ্বীন এর নবী সাঃ কে।
হুজুর ওয়াসওয়াসা র কারণ এ এমন মনে হওয়ার জন্য কি আমার ঈমান চলে যাবে?? আমার ঈমান নিয়ে খুব ভয় হচ্ছে হুজুর।
হুজুর আমার ঈমান চলে গেলে শেষ হয়ে যাবো। আমর মনে মনে এমন চিন্তা হচ্ছে হুজুর । আমি মূর্তি পূজা ঘৃনা করি।
ওয়াসওয়াসা র জন্য এমন হচ্ছে হুজুর , আমি কি কাফের হয়ে যাবো ??
৩. কি বলবো হুজুর আসরের নামাজ পড়তে গিয়ে সেজদা দিছি আল্লাহ হু আকবর বলে, আর শয়তান এ জ্বালাচ্ছে মনে হচ্ছে মন্দির এ সিজদা দিচ্ছি । আস্তাগিরুল্লাহ নাউজবিল্লা।
কিন্তু আমি তো মনে প্রাণে আল্লাহ কে সিজদা করছি , আল্লাহ ছাড়া তহ আর কাও কে সেজদা করা যায়না।
শয়তান ওয়াসওয়াসা জন্য কিছু ক্ষণের জন্য এমন মনে হয়েছিল। আস্তাফিরুল্লাহ। হুজুর আমি সঙ্গে সঙ্গে মন কে পরিবর্তন করে বাকি নামাজ আদায় করেছি।
হুজুর আমি কি কাফের হয়ে যাবো ? খুব ভয় হচ্ছে হুজুর। সাহায্য করুন।
হুজুর এইরকম এক রাকাত এ মনে হয়েছিল সঙ্গে সঙ্গে মন কে শক্ত করে নামাজ আদায় করে বেরিয়ে আপনাকে প্রশ্ন করছি,
এই রকম ওয়াসওয়াসা র জন্য কি ঈমান চলে যাবে। ( সকালের ঘটনা সেই রাস্তাটার ধারে বাড়ি ও মন্দির এর ঘটনার পর থেকে এমন হচ্ছে) । খুব ভয় হচ্ছে হুজুর আমি তো ইচ্ছাকৃত কিছুই করছিনা আর উচ্চরণ ও করছিনা মনে মনে এমন হচ্ছে আমি কি কাফের হয়ে যাবো হুজুর?
৪. যদি মনে মনে এমন কুফরী চিন্তা আসে আমি যদি মুখে উচ্চরণ না করি, তাহলে কি আমি কাফের হয়ে যাবো হুজুর? যা আমি ঘৃনা করি সেই সব কথা মনে আসলে কি আমর ঈমান চলে যাবে??