আসসালামু আলাইকুম,
আমি রিসেলিং বিজনেস নিয়ে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি ৷
সম্প্রতি আমি রিসেলিং নিয়ে জানার চেষ্টা করি এবং শরীয়তের দৃষ্টিতে রিসেলিং নিয়ে একটি ভিডিওর মাসায়ালা থেকে যতটুকু জানতে পেরেছি তা হলো, রিসেলিং ব্যবসাকে নাজায়েজ বলা হয়েছে এবং এটাকে ভুয়া কেনাবেচা হিসেবে বলা হয়েছে, যেহেতু রিসেলিংয়ে সেলারের কাছে বিক্রিত মালের স্টক থাকেনা, সেটা থাকে মেইন সাপ্লায়ারের কাছে...
এবং নবী করিম (সাঃ) এরকমটি বলেছেন যে, "তোমার কাছে যা নেই, তা বিক্রি করতে যেও না" অর্থাৎ যেহেতু কাস্টমারের প্রতারিত হওয়ার আশঙ্কা আছে, সেটাকে সামনে রেখে এটাকে নাজায়েজ বলা হয়েছে, যেহেতু সেলার হিসেবে আমি নিজেও জানিনা পণ্যটি কেমন হতে পারে, শুধুমাত্র সাপ্লায়ারের দেওয়া তথ্য ও ছবির প্রেক্ষিতে আমাকে সেল করতে হবে, এবং সাপ্লায়ারের দেওয়া দাম থেকে যতটুকু বেশি দামে বিক্রি করতে পারবো ততটুকুই আমার লাভ হবে...
(রেফারেন্স হিসেবে আমি একটি মাসায়ালার ভিডিওর লিংক দিচ্ছি, আশা করি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে ভিডিওটি দেখবেন >>
https://youtu.be/CPDn3EEgASA )
কিন্তু, বর্তমানে রিসেলিং ব্যবসার বাজার অনেক সম্ভাবনাময় এবং এখন প্রায় সকল অনলাইন ব্যবসায়ই ক্যাশ-অন ডেলিভারীর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পণ্য বুঝে পেয়ে টাকা পরিশোধের ব্যবস্থা রয়েছে ৷ পাশাপাশি কাস্টমারের কাঙ্ক্ষিত পণ্যের সাথে প্রাপ্ত পণ্যের অমিল থাকলে রিটার্ন করার ও অপশন রাখা হয়... অর্থাৎ, ভুল পণ্যে প্রতারিত হওয়ার কিংবা প্রি-পেমেন্ট করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কাটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে ৷ উপরোক্ত দৃষ্টিকোণ থেকে রিসেলিং ব্যবসায় জড়িত হওয়া কী শরীয়ত সম্মত হবে ?? যদিও আমরা জানি প্রত্যেক ব্যবসাতেই লোকসান ও ধোঁকার আশঙ্কা থাকেই...
আপনার মূল্যবান মতামত ও সহীহ দিকনির্দেশনামূলক মতামতের অপেক্ষায় রইলাম, মহান আল্লাহ তা'আলা সবাইকে হেফাজতে রাখুক (আমিন) ৷
জাজাকাল্লাহ খায়ের ৷