১. নবী (সাঃ) আমাদের জন্য হাশেরের মাাঠে কি করবেন এই সংক্রান্ত একটি কিছু অংশ নিচে দিয়ে দিলাম,
অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।
মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷
আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'
তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'
আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'
নবী (স:) বলবেন- 'না, যাবো না!'
আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'
নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'
আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'
নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'
এইভাবে কথোপকথন এর দলিল কি? তাকি সহিহ?এই লেখাটি দেখে হঠাৎ মাথায় এলো, এভাবে নবী(সাঃ) আল্লাহর কথার উপর না করবেন? তাই জিগ্যেস করছি,সহিহ হলে এর সংক্ষেপে ব্যাখা কি দিবেন, মুফতি সাহেব?
২. অনেকে এই লেখা শেয়ার করছে পড়ছে, জানছে যারা তা শেয়ার করছে তারা এটা থেকে জেনে যদি মনে করি নবী(সাঃ) এভাবে আল্লাহ বলার পরেও না করেছেন,এডে কি তাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে?
৩. আমার বউ আজকে এইটা শেয়ার করেছে,কেনো বা এই বিষয়ে কি আকিদা নিয়ে তা করেছে জিগ্যাস করিনাই, এক্ষেত্রে কি কিছু করনীয় আছে?
৪. জানাজার নামাজের ফরজ আদায়ের জন্য মনে মনে বাংলায় দোয়া করলে কি সালাত আদায় হয়ে যাবে? না কি বিশেষ কোনো দেয়াই পড়তে হবে, পড়লে তা কি?
৫. নামাজে দুনিয়াবী কিছু চাইলে নামাজ ভঙ্গ হয় এমনটা পড়েছি মাসনুন দোয়া বইয়ে। এখন নামাজ চলাকালীন কোনো খারাপ ভাবনা আসলে (যেমন ্রকারো মৃত্যু), তখন তার মনে মনে যদি বলে উঠে, এই দিন আল্লাহ না দেখাওক/ এসব যেনো না হয়" এতে কি ক্তার নামাজ ভঙ্গ হবে?
৩. আমার বউ এই লেখাটা শেয়ার করেছে,