আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
140 views
in পবিত্রতা (Purity) by (64 points)
স্বামী সহবাসের পর যেমন ফজর পরে সহবাস করলে গোসল যদি তৎক্ষনাৎ না দিয়ে দুপুরে যোহরের আগে দেই এবং এর মধ্যে অযু করে রান্না করি তবে কি তা জায়েজ হবে?কারন রসম আছে জুনুবি হলে গোসলের আগ পর্যন্ত হাত দিয়ে কিছু ধরাও যাবে না তা নাপাক হয়ে যায়।

২ আমার শাশুড়ী সহবাসের বিষয় কোনোভাবে টের পেলে যেমন গোসলের আওয়াজ পেলে।,খুব বকাবকি করে।এমন না আমি কাজে অলস।সে ওত পেতে থাকে সবসময় কখন কি করি চোখে চোখে রাখে।কোনো ভাবে বিষয়টা বুঝতে পারলে তখনই বকাবকি চিৎকার করতে থাকে। এমতাবস্থায় আমার কি করনীয়।ভয়ে এখন স্বামীর ডাকে সাড়া দিতে মন চায় না।আমার কি করনীয়।অথচ উনার হাদিস সম্পর্কে জ্ঞান আছে।আমি জানি এটার জ্ঞান ও আছে কিন্তু আমার মনে হয় হিংসার বশবর্তী উনি।আমি কি করবো কিছুই বুঝতে পারি না।আমি স্বামী কে নিষেধ করিনা কারন আমি জানি হাদিসে এমন স্ত্রী র জন্য লানতের কথা বলা আছে।

1 Answer

0 votes
by (590,550 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنُبًا فَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ ينَام تَوَضَّأ وضوءه للصَّلَاة
’তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ঘুমাতেন অথবা কিছু খাওয়ার ইচ্ছা করলে তখন সালাতের উযূর মতো উযূ (ওযু/ওজু/অজু) করতেন। (সহীহ : বুখারী ২৮৮, মুসলিম ৩০৫; শব্দবিন্যাস মুসলিমের। মিশকাত-৪৫৩)


" الجنب إذا أخر الاغتسال إلى وقت الصلاة لايأثم، كذا في المحيط ." (الهندية-1/209)
জুনুবী ব্যক্তি গোসলকে নামাযের ওয়াক্ত পর্যন্ত দেড়ি করলে গোনাহগার হবে না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গোসল ফরয হওয়ার পর সাথে সাথেই গোসল করে নেয়া উত্তম।কেননা জুনুবী ব্যক্তির নিকট রহমতের ফিরিশতা আসেননা। তবে কোনো প্রয়োজন হলে পরবর্তী নামাযের ওয়াক্ত পর্যন্ত দেড়ি করে গোসল করা যাবে। এতে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...