বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنُبًا فَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ ينَام تَوَضَّأ وضوءه للصَّلَاة
’তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ঘুমাতেন অথবা কিছু খাওয়ার ইচ্ছা করলে তখন সালাতের উযূর মতো উযূ (ওযু/ওজু/অজু) করতেন। (সহীহ : বুখারী ২৮৮, মুসলিম ৩০৫; শব্দবিন্যাস মুসলিমের। মিশকাত-৪৫৩)
" الجنب إذا أخر الاغتسال إلى وقت الصلاة لايأثم، كذا في المحيط ." (الهندية-1/209)
জুনুবী ব্যক্তি গোসলকে নামাযের ওয়াক্ত পর্যন্ত দেড়ি করলে গোনাহগার হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গোসল ফরয হওয়ার পর সাথে সাথেই গোসল করে নেয়া উত্তম।কেননা জুনুবী ব্যক্তির নিকট রহমতের ফিরিশতা আসেননা। তবে কোনো প্রয়োজন হলে পরবর্তী নামাযের ওয়াক্ত পর্যন্ত দেড়ি করে গোসল করা যাবে। এতে কোনো গোনাহ হবে না।