আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
331 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
আসসালামু আলাইকুম
শুনলাম পাত্র প্রাকটিসিং মুসলিম। কেমন প্রাকটিসিং বোঝার জন্যে নিচের প্রশ্ন গুলি করা হয়েছে।
১)নজর হেফাজত করছেন কি? অনলাইন+ অফলাইন+ কর্মস্থল+নন মাহরাম মহলে কিভাবে নিজের চোখ হেফাজত করছেন বিস্তারিত জানাবেন ইন শা আল্লাহ।
২)৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে নিয়মিত পড়া হয় কবে থেকে?ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নামাজ গুলো ও কি পড়া হয়? সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামাজ কাযা হয়ে থাকে আপনার?


৩)কোন মাযহাব/ফিকহ অনুসরণ করেন?

৪)ঘরের বাহিরে সাধারণত কি ধরনের পোশাক পরিধান করেন?


৬)মাহরাম-নন মাহরাম মেনে চলেন কি? যারা আপনার মাহরাম না উনাদের সাথে আপনার এক্ষেত্রে অবস্থান কি? যেমনঃ আত্নীয় মহলের কাজিন,ভাবী,বোন,ফেইসবুক /সোশাল মিডিয়ার ফ্রেন্ড।


৭)নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা/খবর এইগুলা দেখেন বা শুনেন?
৮) বিবাহের পুর্ব প্রস্তুতি হিসেবে তালাকের সকল মাসআলা,হুরমতে মুসাহারাতের সকল মাসআলা,যিহারের মাসআলা সম্পর্কে স্টাডি করেছেন? না করলে করে নিবেন ইন শা আল্লাহ।
৯) যেহেতু আপনার বাসায় কোনো বোন নেই, মা বাহিরে চাকুরী করে তাই সর্বপ্রথম আপনার স্ত্রীকে দিয়েই পর্দার পরিবেশের সূচনা হবে।এতে আপনার ফেমিলি মেম্বারদের কতটুকু সাপোর্ট রয়েছে/তারা কিভাবে দেখছেন ব্যাপারটি?


১০) প্রচলিত যৌতুক সম্পর্কে আপনার অবস্থান কি?


১১) শুদ্ধ ভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন?


আমার প্রশ্নঃ ৮ নং প্রশ্ন টি কি ঠিক আছে।চারপাশে এতো বিবাহ বিচ্ছেদ দেখছি তাই এর ভয়াবহতা সম্পর্কে ভীত আমরা।এই বিষয় গুলি সম্পর্কে অজ্ঞতার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটছে এবং জিনার সংসার করে যাচ্ছেন অনেকেই।তাই প্রশ্নটি করা।

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://ifatwa.info/2898/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,

যদি কেউ কোনো মহিলাকে বিয়ে করার পূর্ণ ইচ্ছা করে নেয়,তাহলে ঐ মহিলাকে দেখতে পারবে।কথা বলতে পারবে।

হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,

(إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا ، فَلْيَفْعَلْ)

যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায়,তাহলে সে যেন যযথাসম্ভব ঐ মহিলাকে দেখে নেয়। (সুনানু আবি দাউদ-২০৮২)

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,

عن أبي هريرة، قال: كنت عند النبي صلى الله عليه وسلم، فأتاه رجل فأخبره أنه تزوج امرأة من الأنصار، فقال له رسول الله صلى الله عليه وسلم: «أنظرت إليها؟»، قال: لا، قال: «فاذهب فانظر إليها، فإن في أعين الأنصارشيئا»

তিনি বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ এর পাশে বসা ছিলাম। একব্যক্তি এসে বলল, আমি আনসারি এক মহিলাকে বিয়ে করতে চাই। রাসূলুল্লাহ বললেন,তুমি কি পাত্রী দেখেছো?তিনি বললেন,না। রাসূলুল্লাহ সাঃ বললেন,যাও গিয়ে পাত্রী দেখে আসো।কেননা আনসারীদের চোখে নীল বা এ জাতীয় কিছু থাকে। (সহীহ মুসলিম-১৪২৪)

" يَجُوزُ تَكْرَارُ النَّظَرِ إِنِ احْتَاجَ إِلَيْهِ لِيَتَبَيَّنَ هيئتها ، فَلاَ يَنْدَمُ بَعْدَ النِّكَاحِ ، إِذْ لاَ يَحْصُل الْغَرَضُ غَالِبًا بِأَوَّل نَظْرَةٍ ".

বারংবার দৃষ্টি দেয়া জায়েয।যাতেকরে পাত্রীর পূর্ণ অবয়ব পরিস্কার ভাবে ফুটে উঠে।এবং যাতেকরে বিয়ে পরবর্তী লজ্জিত হতে না হয়।কেননা একবারের দৃষ্টি অধিকাংশ সময়ে যথেষ্ট নাও হতে পারে। (আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-২২/১৭)

পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও লাপ চারিতার কয়েকটি মূলনীতি-

(১) খালওয়াত হতে পারবে না।

(২) মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না

(৩) ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে। যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।

(৪) মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।

(৫) মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাতটাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে

(৬) প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।

যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে।

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

জ্বী উপরে উল্লেখিত শর্তগুলি ফলো করে আপনি পাত্রকে উক্ত প্রশ্নগুলি করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...