আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পবিত্রতা (Purity) by (26 points)
Assalamu Alaikum বেখেয়ালিভাবে একটি নাপাক কাঠের চেয়ারে উড cleaner spay করে একটি ন্যাকরা দিয়ে মোছা হয়েছে।এখন কাপড়টা নাপাক হয়ে গেছে?সেই চেয়ারের সব জায়গায় কাপড়টি দিয়ে মোছা হয়েছে তাহলে কি পুরো চেয়ারে নাপাক ছড়িয়ে পড়েছে? ঘর মোছার সময় ভেজা কাপড় ওই চেয়ারের পায়ায় লেগেছে।তাহলে কি ঘর মোছার কাপড়টা নাপাক হয়ে গেছে?এখন তো তাহলে পুরো বাসার সমস্ত কিছুই নাপাক হয়ে গেছে।তাহলে নামাজ কি পড়া হলেও হবে না? পুরো বাসা কিভাবে পাক করা যেতে পারে?আদৌ কি কিছু নাপাক হয়েছে?

1 Answer

0 votes
by (679,640 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
বিসমিল্লাহির রহমানির রহিম


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَوْكَرِ بْنِ رَافِعٍ الطُّوسِيُّ ، نَا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ إِبْرَاهِيمُ بْنُ زَكَرِيَّا ، نَا ثَابِتُ بْنُ حَمَّادٍ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ : أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَنَا عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ " يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ "

আহমাদ ইবনে আলী ইবনুল 'আলা (রহঃ) ... আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মার! তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি বলেনঃ হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজনঃ বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান (পাক-নাপাকীর হুকুমের ক্ষেত্রে)।
(সুনানে দারা কুতনি ৪৫০)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন! 
কাঠের চেয়ারে যদি কোন নাপাকি লাগে তাহলে ভেজা কাপড় দিয়ে ৩ বার মুছে ফেললে উক্ত কাঠ পাক-পবিত্র হয়ে যাবে।

আরো জানুনঃ- 

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেই ন্যাকরা দিয়ে উক্ত চেয়ার একবার মোছা হয়েছে,সেই ন্যাকড়া নাপাক হয়ে গিয়েছে।
এক্ষেত্রে পুরো চেয়ারও নাপাক হবে।

এখন যদি নতুন পানিতে ভিজিয়ে নিয়ে সেই ন্যাকড়া দিয়ে উক্ত চেয়ার ২য় বার মোছা হয়,তারপর আবারো যদি নতুন পানিতে ভিজিয়ে নিয়ে সেই ন্যাকড়া দিয়ে উক্ত চেয়ার ৩য় বার মোছা হয়,সেক্ষেত্রে চেয়ারটি পাক হয়ে যাবে।
পুরো চেয়ার পাক বলে বিবেচিত হবে।
ন্যাকড়াটি নতুন পান দিয়ে আরেকবার ধোয়া হলে এক্ষেত্রে ন্যকড়াটিও পাক হয়ে যাবে।

★ঘর মোছার সময় ভেজা কাপড় ঐ চেয়ারের পায়ায় লাগার দরুন ঘর মোছার কাপড়টা নাপাক হয়ে যায়নি।

★পুরো বাসার সমস্ত কিছু নাপাক হয়ে যায়নি,আপনি হতাশ হবেননা।
আপনি পাক জায়নামাজ আপনার বাসার যেকোনো রুমে বিছিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...