সকালে ঘুম থেকে উঠে কাপড়ে বা বিছানায় কোনো দাগ বা চিহ্ন নেই, তবে স্পষ্ট মনে আছে যে রাতে খারাপ স্বপ্ন দেখেছি। স্বাভাবিক স্বপ্নদোষ হলে তো ততক্ষণাৎ বুঝা যায়, কাপড়ে বিছানায় তা স্পষ্ট দেখা যায়।
আর এ ক্ষেত্রে কোনো চিহ্ন দেখতে পাই নি, শুধু মনে আছে রাতে খারাপ স্বপ্ন দেখেছি, তবে স্বপ্নদোষ হয়েছিল কি না তার আলামত নেই।
সকালে প্রসাব করতে গেলে একটু বাধা পেয়ে তারপর প্রসাব হয়, যা অন্যান্য দিন হয় না। অন্যান্য দিন স্বাভাবিক ভাবেই প্রসাব হয়।
(গোপোনাঙ্গের মাথায় হালকা কিছুর অস্পষ্ট উপস্থিতি মনে হয়, এটা মনের ভুলও হতে পারে।তবে তরল নয়, বা স্পষ্টও নয়, একটু অস্বাভাবিক লাগে)
শুধু মনে হচ্ছে যে হয়তো রাতে হালকা কিছু বের হয়েছিল এবং ঘুমের কারণে প্রসাবে দেরি হওয়াতে জমে গেছিলো।
এমন অবস্থায় কাপড় এবং শরীরের পবিত্রতার জন্য কি করতে পারি?
(এমন ঘটনা এর আগেও হয়েছে, মাঝেমাঝে এমন হয়)