আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১। আমার বিয়ে উপলক্ষে আমার আত্মীয়রা আমাকে গলার হার গিফট করবেন, উনাদের মাঝে একজনের উপার্জন অধিকাংশই হারাম।এখন যদি আমি এই বিষয়টা পরিবার+উনাদের বুঝাতে যাই তাহলে বিশাল সমস্যা হবে।উনি যেই পরিমাণ টাকা দিয়েছেন হার কিনাতে,আমি যদি ধীরে ধীরে(আমার কোনো ইনকাম সোর্স নেই তাই জমাতে সময় লাগবে) সেই পরিমাণ টাকা সওয়াবের নিয়ত ব্যতীত সাদাকা করে দেই তাহলে কি সেটা গ্রহণ করা আমার জন্য হালাল হবে?
অথবা ঐ পরিমাণ টাকা জমিয়ে উনার মেয়ের বিয়েতে গিফটের নিয়ত রাখি?
২।আমার অভিভাবকের অধিকাংশ ইনকাম হারাম (অপরাগ হয়ে লোন নিয়েছেন), আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমার ওয়ালি হবেন তখন তো আমার বাবার বাসার খাবার,উপহার গ্রহণ করা হালাল হবেনা যতোটুকু জানতে পেরেছি।
হাজবেন্ডের দ্বীনদারিতা কোন পর্যায়ের তা না জেনে তো এই বিষয় শেয়ার ও করা যাবেনা,তাহলে ২পরিবারে অনেক ফিতনা সৃষ্টি হবে। এক্ষেত্রে আমি কি বাবার বাড়ির খাবার, উপহার গ্রহণ করতে পারবো যদি ঐ পরিমাণ টাকা সাদাকা করে দেই বা পরিমাণ লিখে রাখি পরে পরিশোধ করার জন্য। যেহেতু আমাকে গয়নার এতো বড় একটা এমাউন্ট জমাতে হবে,আবার খাবারের বিল পরিশোধ করতে হবে।
৩।হারাম ইনকাম হওয়ায় আমার বাবার বাড়ির খাবার, উপহার গ্রহণ করা আমার হাজবেন্ডের জন্য হালাল নয়, সেটা জেনেও স্ত্রী হিসেবে উনাকে এসব গ্রহণে বাধা না দেই এর জন্য কি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে গুনাহগার হিসেবে ?
আমার এই পরিস্থিতিতে কি করণীয়, আমি এইখানে একদম অসহায়, যাঁর সাথে বিয়ে ঠিক হয়েছে তাঁর দ্বীনদারিতার বিষয়ে আমি তেমন কিছু জানিনা,উনি আদৌ এই ধকল সামলাতে পারবেন কিনা সন্দেহাতীত ।এই অবস্থায় এইসব কিভাবে হ্যান্ডেল করবো আমি,পরামর্শ চাই আপনাদের কাছে,প্লিজ।