ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধুমপান মাকরুহে তাহরিমি।কেননা এতে অনেক প্রকার ক্ষতি রয়েছে।
( ويُحِلُّ لهم الطيبات ويُحَرِّمُ عليهم الخبائث )
আল্লাহ তা'আলা খাদ্যদ্রব্যর মধ্যে শুধুমাত্র পবিত্র ও ফায়দাজনক খাদ্যকেই হালাল সাব্যস্ত করেছেন।এবং ক্ষতিকারক জিনিষকে হারাম সাব্যস্ত করেছেন।(সূরা আ'রাফ-১৫৭)
যেহেতু উসূলে ফিকহের মূলনীতির আলোকে সরাসরি ধুমপানকে হারাম সাব্যস্ত করা যাচ্ছে না।তাই উলামায়ে হারামের কাছাকাছি হুকুম মাকরুহে তাহরীমি কে সাব্যস্ত করেছেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1899
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জ্বী, আস্তে আস্তে কমিয়ে দিলে হবে। তখন শরীয়তের বিধানও পালন হয়ে যাবে এবং মাতাপিতার অবাধ্যও হবেন না।
(২)
কুফরি হবে না।তবে অনিচ্ছাকৃত আল্লাহর প্রতি বিরূপ মনোভাব আসা কখনো কোনো মুসলমানের জন্য কাম্য হতে পারে না।
(৩)
না, এখানে ঈমানের কোনো ক্ষতি হবে না। তবে আপনার উচিৎ সামান্য সময়ের জন্যও হিন্দুদের ছবি না দেখা।এবং পিতাকে সময়ে সময়ে হেকমতের সাথে নাসিহা করা।
(৪)
ঈমান যাবে না।তবে ভবিষ্যতে আল্লাহর নাম উচ্ছারণের মুহূর্তে সতর্ক থাকবেন।
(৫)
ভুলে বা মুখ ফসকে আল্লাহ পাক ও রসুল সঃ এর নাম বিকৃত হয়ে যদি উচ্চারণ হয়ে যায়, তাহলে এতে কুফরি হবে না।