আসসালমুআলাইকুম শায়েখ, আমার প্রিয় শায়েখ আপনি আমাকে অনেক উত্তর দিয়ে সাহায্য করেছেন।
হুজুর আমার মানসিক চাপ ও রোগ এই দুই নিয়ে আমার অবস্থা শেষ বলতেই চলে।
বার বার একই জিনিষ নিয়ে আমার মাথা শেষ হয়ে যাচ্ছে , বিরক্ত হবেন না হুজুর। একটু সাহায্য ও পরামর্শ দিবেন । আগের প্রশ্ন করে আপনার উত্তরে সন্তুষ্ট হয়ে , আর ডাক্তার এর ওষধ খেয়ে মোটা মুটি ঠিক থাকছিলাম , হটাৎ ঘুমিয়ে ছিলাম কিছু খন পর ঘুম ভেঙে হালকা ঘুমের মধ্যে ছিলাম স্বপ্নে একটা কোথাকার গোরস্থান দেখলাম , মনে মনে ভাবনা আসলো স্বপ্নে আবারও যদি এমন দেখি তাহলে তালাক। এইটা সম্পূর্ণ মনে মনে হয়েছিল। মুখে উচ্চরণ করিনি।
দিয়ে এই চিন্তা হতে থাকলো কি দেখলাম , যদি abaro দেখি তাহলে কি হবে, এই ভেবে স্ত্রীকে বিষয় টা বললাম স্ত্রী বললো তোমার কিছুই হবে না , সব কিছু তোমার মানসিক রোগের জন্য হচ্ছে।
@@@@@@***₹₹₹হুজুর রাত্রে গোরস্থান এর মত কিছু একটা স্বপ্নে দেখলাম তাহলে কি শর্ত তালাক বা তালাক হয়ে যাবে?
দ্বিতীয়ত, আমার স্ত্রী রান্না করছে, বা আমাকে কিছু বলছে শুধু মনে হচ্ছে এই বললে তালাক, বা এই টা করলে , সবজ্জি কাটলে ইত্যাদি জাই করুক মনে হচ্ছে তালাক। এই রকম শুধু মনে মনে ভাবনা হচ্ছে, ভয় পেয়ে স্ত্রীকে মাঝে মাঝে সব কিছু ভেঙে বলছি।
হুজুর বড় কষ্টের মধ্যে আছি । এইভাবে কি শর্ত তালাক হয়??? আমার তো কোনো ইচ্ছা বা মত নেই , আমার এই রকম হয়ে যাচ্ছে।
এই দুটি ঘটনা র ক্ষেত্রে কি কোনো শর্ত তালাক হবে?