আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
321 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
আস সালামু আলাইকুম,
বর্তমান সময়ে নাসিরউদ্দিন আলবানী রহ. ছাড়া আর কোন কোন তাহকিক কারক রয়েছেন? তাদের নাম এবং শিক্ষা ইতিহাস জানতে চাই।

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

বর্তমান যামানার/নিকট অতিতদের মধ্যে তাহকীক কারক উলামায়ে কেরাম অনেকেই আছেন। 
সংক্ষেপে কিছু উলামায়ে কেরামদের নাম উল্লেখ করছি।  

★মুফতী মুহাম্মাদ শফী রহঃ (উর্দূ: مفتى محمد شفيع) (২১ শা'বান ১৩১৪ হিজরী - ১০ শাওয়াল ১৩৯৬ হিজরী / ২৫ জানুয়ারি ১৮৯৭ - ৬ অক্টোবর ১৯৭৬ খ্রিষ্টাব্দ) ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও মনীষী । তিনি দারুল উলূম দেওবন্দ এবং দেশ বিভাগের পর পাকিস্তানের মুফতীয়ে আযম বা প্রধান মুফতী (গ্রান্ড মুফতী) ছিলেন।
,
★বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দাঃবাঃ
(জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানী ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।
,
★মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক দাঃবাঃ 
(জন্মঃ ১৯৬৯) একজন বাংলাদেশি ইসলামি স্কলার, হানাফি সুন্নি আলেম, মুুফতি, লেখক, গবেষক ও ধর্মীয় আলোচক।তিনি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার প্রতিষ্ঠাতা সদস্য, হাদীস অনুষদ এবং রচনা ও গবেষণা বিভাগের প্রধান এবং মাসিক আলকাউসারের তত্ত্বাবধায়ক। এছাড়াও তিনি ২০১২ সালে সরকারের গঠিত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন ও ইসলামি ফিকহ একাডেমি, ভারতের সদস্য। 
,
★ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
অনেক বড় মাপের মুহাক্কিক আলেম ছিলেন।  
,
★প্রসিদ্ধ মুহাক্কিক শায়েখ শুআইব আরনাঊত দাঃবাঃ
المحدث العلامة الشيخ شعيب الأرنؤوط
,
★ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহঃ
অনেক বড় মাপের আলেম ছিলেন,তিনিই বাংলাদেশে সর্বপ্রথম দারুল ইফতা খোলেন। 
,
★মাওলানা শাহ আহমেদ শফি রহঃ 
যিনি কিছুদিন আগে ইন্তেকাল করলেন।
,
★আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শাইখ দাঃবাঃ 
,
আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায রহঃ। 
 عبد العزيز بن عبد الله بن باز) (নভেম্বর ২১, ১৯১০ – মে ১৩, ১৯৯৯) সৌদি আরবের বিখ্যাত ইসলামী পন্ডিত এবং সালাফি মতাদর্শের নেতৃস্থানীয় ব্যক্তি। ১৯৯৩ সাল থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সৌদি আরবের প্রধান মুফতির পদে অধিষ্ঠিত ছিলেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...