আসসালামু আলাইকুম, মুফতি সাহেব, আমি আপনার আগের কয়েকটি ফতোয়ায় দেখেছিলাম যে আপনি বলেছেন কেও শুধু কাফেরের নামে তার পরিচয় দিলে সে কাফের হবে না। সেই জবাব গুলে খুজে না পেয়ে, একটু নিশ্চিত হওয়ার জন্য আজকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আজকে বললেন যে এতে তারা কাফের হবে বিষয়টি একটু বুঝতে চাইছি। অনেক চিন্তায় আছি এটা নিয়ে।।
https://ifatwa.info/64861/ (এর তিন নং)
১. অনেক সময় মজা করে অনেক বিধর্মীর নামে অনেকে পরিচয় দিয়ে থাকে, যেমন ভালো ফুটবল খেলার জন্য কাওকে হয়তো কেও মেসি ডাকে, এজন্য সেও নিজেকে খেলার দরুন নিজেকো মেসি নামে পরিচয় দেয়। আবার কেও ভালো লেখালেখি করায় কাওকে কেও রবীন্দ্রনাথ ডাকে তাই সেও নিজেকে মজা করে এই নামে পরিচয় দেয়। বা কোনো নায়কের চেহারার সাথে মিল থাকায় তাকে সেই নায়কের নামে ডাকে সেও নিজেকে সেই নামে পরিচয় দেয়। তখন তো তাদের নিজেকে কাফের বলে পরিচয়ের ইরাদা থাকে না এতেও কি কাফের হয়ে যাবে?
২. বিধর্মীদের নামে / বৃটিশদের ইংরেজি নামে বা সংস্কৃত/ বাংলা নামে আইডি খুললেও কি কাফের হয়ে যাবে?
৩. নাম তো বাংলা হলে হিন্দুর মতো লাগে, আর ইংরেজি হলে খ্রিষ্টান এর মতো লাগে..এখন কেও নিজেকে মজা করে এসব নামে ডাকলেও কুফর হয় যাবে? যেমন ক্রিস গেইল, মার্গারেট, ইত্যাদি
৪. আমি একদিন পড়াতে গিয়ে বলেছিলাম আমরা সবাই লেখক (মনে মনে লেখক ভট্টাচার্য নামে একজনের কথা চলে আসে, তবে ভট্টাচার্য উল্লেখ করেছি কি না মনে নাই) । আবার সেদিন একজন বলেছিলো তোমাকে অমুক (কোন বিধমর্ী খেলোয়াড় না নায়কের নাম বলেছিলো মনে নাই) এর মতো লাগছে। আমিয়ো মনে হয় মজা করে বলেছিলাম যে হ্যা, আমি অমুকই।ধ কি নাম বলেছিলান খেয়ালে আসছে না দুই তিনদিন আগের ঘটনা...
এখন তো হুজুর টেনশনে পরে গিয়েছি অনেক মনে ও নাই কি নাম বলেছিলাম, আমার কি ইমানে সমস্যা হবে?আমি আপনার ফতোয়া আগে দেখে এতো গুরুত্ব দিয়ে মনে রাখি নি এখন আপনি অন্য রকম বলায় বড় চিন্তায় পরে গেছি। আগে এমন বলেছিলাম কিনা বা আমার বউ বলেছে কিনা সন্দেহ হচ্ছে। আমি আলহামদুলিল্লাহ ইমান নবায়ন করি ডেইলি, এখন কি করবো?আমার বউ দুরে থাকে, বিবাহ নবয়ান করা কঠিন, এটা কি করতে হবে? না কি আমার ইমান ঠিক আছে।
৫. কেও নিজেকে কোনো বিধর্মীর নামে মজা করে পরিচয় দিলে, কিভাবে বুঝবো সে কাফের হয়েছে কি না, একটু জানাবেন কি? বড় টেনশনে পরেছি...