আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
96 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (89 points)

১. যাদুর প্রভাব রয়েছে,তা কোরআন এর বিভিন্ন আয়াত, হাদীসের ঘটনা, থেকে জানতে পারি, কিন্তু আজকে আলিয়া মাদ্রাসার নবম-দশম শ্রেনীর কোরআন মাজীদ ও তাজবীদ বইয়ে লেখা দেখলাম "যাদু এক প্রকার শয়তানি কারসাজি, অধিকাংশ ক্ষেত্রে শয়তানকে তাজিম করে কুফরির মাধ্যম তা করা হয়ে থাকে। তাই যাদুর ক্ষমতাকে বিশ্বাস করা কুফরি"এখন আমি জানতে চাই যাদুর ক্ষমতায় কিরকম বিশ্বাস কুফরি? 

২. যাদুর প্রভাব রয়েছে, এই প্রভাব কে যদি কেও ক্ষমতা ভেবে বিশ্বাস করে,যে যাদুর ক্ষমতা আছে (মূলত প্রভাব), বা বলে প্রভাব বুঝানোর জন্য বলে যাদুর ক্ষমতা আছে তবে কি কুফরি হবে?

৩. নামাজে রাকাত সংখ্যা, বা ওয়াজিব নিয়ে মাঝেমধ্যে সন্দেহ হয়, বেশি অংশ পড়েছি বলেই মনে হয়, তখন যদি আমি এসব পাত্তা না দিয়ে,রাকাত সংখ্যা,  বা অন্য রুকন  ঠিক ভাবে আদায় করেছি ধরে যদি নামাজ পরি, এবং শাহু সিজদা ও না দেই,তবে কি নামাজ হবে?

৪. "দিনের বেলা,  মানে ফজররে পর থেকে যে সকল স্বপ্ন দেখি এইসকল স্বপ্নের ব্যাখা সত্য হয় না, বা ব্যাখা জানার প্রয়োজন হয় না, "   স্বপ্ন সম্পর্কে এই বক্তব্য কি সঠিক?

৫. অনিচ্ছা স্বত্তে ভুল করে কুফরি লেখা লিখে ফেললে কি ইামনে সমস্যা হয়?

৬. একজম মানুষের মনে হঠাৎ চলে আসে এই ম্যাসেজ পাঠালে তার বউ তিন তা** হয়ে যাবে, আর তখন যে যদি মাথা নাড়িয়ে ফেলে তখন কি ওই ম্যাসেজ পাঠানোর দ্বারা তার বিবাহে সমস্যা হবে?

৭. শায়েখ ওলি ওল্লাহ সাহেব, আমরা আপনার থেকে অনেক ফতোয়া জানি, কিন্তু আপনার পরিচয় জানি না, সংক্ষেপে যদি আপনি আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্টান এবং আপনার বর্তমান কর্মস্থল সম্পর্কে কিছু তথ্য দিতেন, আমরা আপনার পরিচয় পেতাম, 

এটা আপনার ব্যক্তিগত বিষয়,আপনার ইচ্ছে হলে জানাবেন, আমি ইচ্ছুক জানতে, জাজাকাল্লাহ শায়েখ।

1 Answer

0 votes
by (677,120 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

 وَ اتَّبَعُوۡا مَا تَتۡلُوا الشَّیٰطِیۡنُ عَلٰی مُلۡکِ سُلَیۡمٰنَ ۚ وَ مَا کَفَرَ سُلَیۡمٰنُ وَ لٰکِنَّ الشَّیٰطِیۡنَ کَفَرُوۡا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ ٭ وَ مَاۤ اُنۡزِلَ عَلَی الۡمَلَکَیۡنِ بِبَابِلَ ہَارُوۡتَ وَ مَارُوۡتَ ؕ وَ مَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَکۡفُرۡ ؕ فَیَتَعَلَّمُوۡنَ مِنۡہُمَا مَا یُفَرِّقُوۡنَ بِہٖ بَیۡنَ الۡمَرۡءِ وَ زَوۡجِہٖ ؕ وَ مَا ہُمۡ بِضَآرِّیۡنَ بِہٖ مِنۡ اَحَدٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَ یَتَعَلَّمُوۡنَ مَا یَضُرُّہُمۡ وَ لَا یَنۡفَعُہُمۡ ؕ وَ لَقَدۡ عَلِمُوۡا لَمَنِ اشۡتَرٰىہُ مَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ ۟ؕ وَ لَبِئۡسَ مَا شَرَوۡا بِہٖۤ اَنۡفُسَہُمۡ ؕ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ

আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরী করেননি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও (সে বিষয় শিক্ষা দিত) যা বাবিল শহরে হারূত ও মারূত ফিরিশতাদ্বয়ের উপর নাযিল হয়েছিল। তারা উভয়েই এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, ‘আমরা নিছক একটি পরীক্ষা; কাজেই তুমি কুফরী করো না’।। তা সত্বেও তারা ফিরিশতাদ্বয়ের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না। আর তারা তা-ই শিখত যা তাদের ক্ষতি করত এবং কোন উপকারে আসত না। আর তারা নিশ্চিত জানে যে, যে কেউ তা খরিদ করে, (অর্থাৎ জাদুর আশ্রয় নেয়) তার জন্য আখেরাতে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা নিজেদের বিকিয়ে দিচ্ছে, তা খুবই মন্দ, যদি তারা জানত!
(সুরা বাকারার ১০২ নং আয়াত)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যাদুর অস্তিত্ব রয়েছে,এটি কুরআন হাদীস দ্বারা প্রমানিত। 

যাদুর ক্ষমতায় এরকম বিশ্বাস কুফরি যে যাদুই সব করতে পারে,এখানে আল্লাহর হুকুমের কোনো দখল নেই।
যাদুর মাধ্যমে আল্লাহর সিদ্ধান্তকে রোধ করা সম্ভব,এ জাতীয় বিশ্বাস কুফরি।

বিস্তারিত জানুনঃ- 

(০২)
ক্ষমতা বলা জায়েজ হবেনা।

(০৩)
এক্ষেত্রে আপনি যেভাবে এগুলোকে পাত্তা না দিয়ে নামাজ পড়তে চাচ্ছেন,এক্ষেত্রে প্রবল ধারনার ভিত্তিতে এগুলোকে নিছক সন্দেহ মনে করে এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।
কিন্তু আপনার যদি প্রবল ধারনা না হয়,সেক্ষেত্রে কম সংখ্যক কে ধরে পুনরায় সেই রুকন আদায় করে শেষে সেজদায়ে সাহু দিতে হবে।

(০৪)
স্বপ্ন সম্পর্কে এই বক্তব্য অধিকাংশ ক্ষেত্রে সঠিক।
তবে সব সময়েই এমন হবে,এটি ঠিক নয়।
দিনের বেলায় দেখা স্বপ্নের ব্যখ্যাও কিছু সময় সঠিক হয়।

(০৫)
না,এতে ঈমানে সমস্যা হয়না।
তবে তওবা করতে হয়।

(০৬)
তখন ঐ ম্যাসেজ পাঠানোর দ্বারা তার বিবাহে সমস্যা হবেনা।

(০৭)
নিন্মের লিংকের ২৪ নং এ পেয়ে যাবেন,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...