بسم
الله الرحمن الرحيم
জবাব,
হযরত ইয়াকুব
(আঃ) النبي يعقوب عليه السلام
মোট ১৬টি আয়াতে
আলোচিত হয়েছে তার নাম। তার আরেক নাম হলো- ইসরাইল। তিনি ইউসুফ (আ.) এ পিতা। ইসহাক্ব
(আঃ)-এর দুই যমজ পুত্র ঈছ ও ইয়াকূব-এর মধ্যে ছোট ছেলে ইয়াকূব নবী হন। ইয়াকূবের অপর
নাম ছিল ‘ইস্রাঈল’।যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকূব ও মুহাম্মাদ
(ছাঃ)-এর দু’টি করে নাম ছিল। মুহাম্মাদ (ছাঃ)-এর অপর নাম ছিল ‘আহমাদ’ (ছফ ৬১/৬)।
ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইয়াকুব (আ) ছিলেন
একজন রাখাল। তিনি পশু পালন করে জীবীকা অর্জন করতেন। অর্থাৎ তাঁর পেশা ছিল রাখালের কাজ
করা। এছাড়াও তিনি কৃষিকাজ ও অন্যান্য স্বাভাবিক কাজ করে জীবন যাপন করেছেন।
হযরত ইয়াকুব
(আঃ) ইংরেজি ভাষায়: Jacob; আরবি ভাষায়: يَعْقُوب), ইসরাঈল নামেও পরিচিত।
সুতরাং হযরত ইয়াকুব
(আঃ) কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী। তার গোত্রের নাম ছিল বনী-ইসরাঈল।
এই নামে কোরআনে একটি সূরা নাযিল হয়েছে। ইয়াকুব (আঃ) এর বার জন পুত্র সন্তানের কথা
কোরাআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলেও বার জন পুত্র সন্তান এবং কয়েক জন কন্যা
সন্তানের কথা উল্লেখ করা হয়েছে।