ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ
নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল(বার্তাবাহক)।
إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ
যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।(সূরা সাফফাত-১২৩-১৩২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসূল হলেন তিনি যার কাছে নতুন কিতাব এবং নতুন শরীয়ত আসে। কিন্তু ইলিয়াস আঃ এর কাছে নতুন কোনো কিতাব আসেনি, এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়েও আসেননি। বরং তিনি মুসা আঃ এর শরীয়তের দাওয়াত দিতেন।
কুআনের সূরায়ে সাফফাতের ১২৩ নং আয়াতে রাসূল দ্বারা পারিভাষিক রাসূল উদ্দেশ্য নয় বরং এই রাসূল দ্বারা বার্তা বাহক বা দূত উদ্দেশ্য। আর নবী তো বার্তা বাহকই হন। সুতরাং ইলিয়াস আঃ হলেন, আল্লাহর দূত বা বার্তাবাহক এবং নবী।