বিসমিহি তা'আলা
জবাবঃ-
১.
বাথরুমে ওজু করলে দু'আ পড়া যাবে না।এমনকি বিনা প্রয়োজনে কাশি দেওয়াও মাকরুহ।
ফাতাওয়ায়ে উসমানি-১/১১৪
২. জ্বী হবে।তবে উত্তম হচ্ছে, এবং এটাই সাধারণ নিয়ম যে,উমরি কাযার বেলায় ধারাবাহিকতা রক্ষা করা।
৩. পাঁছ ওয়াক্ত নামাযকে সঠিক সময়ে আদায় করে নামায শেষে নিম্নোক্ত দু'আ টি পড়বেন।
ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ
উচ্ছারণ-
রাব্বানা হাব লা-না মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যা-তিনা কুররাতা আ'য়ুনিও ওয়াজ'আল-না লিল মুত্তাক্বি-না ইমামা।
অর্থ-
হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.