আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্ল-হ্।
শাইখ,আমার একটি পোষা বিড়াল আছে।সে প্রায় পুরোটা সময় আমাদের বাসাতেই কাটায়। সামান্য সময় বাহিরে যায়।যখন বাসায় থাকে,মাঝে মাঝে ও খুবই লাফালাফি করে।এতটা জোরে লাফালাফি করে যে,কখনো ড্রেসিং টেবিল থেকে জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়,কখনো সোফার কাভার নখের আঁচড় দিয়ে কাটতে থাকে।অর্থ্যাৎ ওকে কন্ট্রোল করা যায় না।তখন ওকে থামানোর জন্য ভয় দেখাতে বাধ্য হয়ে পিঠে ছোট করে চাপড়/চড় দিয়ে থাকি।তবে খুবই আস্তে আঘাত করি।আঘাত করার পর ওর আচরণ দেখে কখনো মনে হয়নি,ও খুব ব্যথা পেয়েছে।এরকম আঘাত করার পর কখনো ও চুপচাপ স্বাভাবিক ভঙ্গিতে আমার কাছে এসে বসে,আবার কখনো দুষ্টুমি করতেই থাকে।এমনিতে সারাক্ষণ আদর করি।ও সবসময় আমার কাছ ঘেঁষে থাকে। পড়ার টেবিল থেকে শুরু করে জায়নামাজ-সব জায়গায় আমার পাশাপাশি থাকে।
১.মাঝে মাঝে ওকে অধিক দুষ্টুমি করা থেকে থামানোর জন্য আমি যে আঘাত করি,সেটি করে কি ওর উপর জুলুম করছি?যদি ওর উপর জুলুম করে থাকি,তবে এই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য কি করা উচিত?