আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
শায়েখ,
আমি খুব মানসিক চাপে আছি খুব খারাপ লাগছে। খুব ওসওয়াসায় আছি।যেমনঃ
আমি যদি কোন পাত্রী দেখতে যাই তাহলে আমি তাকে জিজ্ঞেস করব সে কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কি না, সাওম পালন করে কি না,মেয়ে দীনদার কি না এরকম জিজ্ঞেস করব ইন শা আল্লাহ।
এখন তারা যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি করব । আমি যদি উত্তর দেই এই নিয়ত করি তাহলে আমার এরকম মনে হয় যে তারা আমার দীনদার হওয়া দেখে মনে হয় আমাকে পছন্দ করবে। আর যদি এই নিয়ত করি যে তারা যদি আমাকে বলে সালাত আদায় কর কি না, কুরআন তিলাওয়াত করতে পার নাকি, আমি যদি চুপ থাকি তাহলে মনে হয় তারা আমাকে খারাপ বলবে বিবাহ নাও হতে পারে।
প্রশ্ন শায়েখ,
১।এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না।
২।যদি কেউ এই নিয়ত করে যে তাকে কোন পাত্রী পক্ষ থেকে জিজ্ঞেস করলে যে সালাত,সাওম আদায় কর কি না, কুরআন তিলাওয়াত করতে পার নাকি তাহলে সে যদি এই নিয়তে বলে যে যদি চুপ থাকি তাহলে মনে হয় তারা আমাকে খারাপ বলবে বিবাহ নাও হতে পারে। এই কারণে যদি সে সত্য কথা বলে যে আমি এগুলো করি। তবে যদি তার নিয়ত এরকম থাকে তাহলে কি রিয়া হবে শিরক হবে ইমান নষ্ট হয়ে যাবে? আমি কি করব কিছু বুঝতাছি না।
৩।নিয়ত ঠিক করার জন্য কুরআন ও সহিহ হাদিসে যত দোয়া আপনার জানা আছে আমকে লিখে দেন তাহলে অনেক উপকৃত হব ইন শা আল্লাহ।
৪।শায়েখ আমি প্রশ্ন ভালো ভাবে করতে পারছি না যদি আপনাদের নাম্বারটা দিতেন তাহলে ফোন করে ভালো করে বলতাম আমি খুব ওসওসায় আছি যদি নাম্বারটা দিতেত তাহলে অনেক উপকৃত হব ইন শা আল্লাহ