আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত ভাবে এত টাকা আসলেই নেই যে অন্যদের বিভিন্ন ইসলামিক শিক্ষামূলক বই,দুআ কার্ড,কুরআন, দুআ বই, ম্যাটেরিয়ালস ইত্যাদি কিনে বিতরন করব।
আমি কি এক্ষেত্রে আমার পরিচিতদের থেকে এ খাতে ব্যয় করার জন্য যাকাতের টাকা গ্রহন করতে পারব?যাকাতের টাকা দিয়ে এসব কিনে অন্যদের বিতরন করা যাবে?তারা যাকাতের হকদার না। সামর্থ্যবান।কিন্তু নিজেরা কিনে আসলে কখনো পড়বেন না এমন মানুষ বেশি।তাদের কাছে পৌছানোও প্রয়োজন।
১)আমি নিজে কি যাকাতের টাকা দিয়ে বইপত্র, কুরআন ইত্যাদি ম্যাটেরিয়ালস কিনে পড়তে পারব?
২)অন্যদের বিতরন করতে পারব এসব?আমরা কেউই যাকাতের টাকা সরাসরি গ্রহনকরার যোগ্য না।
এতকিছু ব্যক্তিগত টাকায় কেনার সামর্থ্য নিজেরও নেই,অন্যদের ও দেয়ার মত নেই।নিজের মা বাবার,পরিচিতদের যাকাতের টাকা এ খাতে ব্যয় করতে পারব?তাদের কি যাকাত আদায় হবে তারা যদি ইসলামিক/শিক্ষনীয় জিনিস কেনায় টাকা ব্যয় করেন।
৩)মা বাবা,পরিচিত দের কাছ থেকে ইসলমিক বই, শিক্ষনীয় বিষয় বিতরনের জন্য যাকাতের টাকা চাওয়া যাবে, সাধারণ ভাবে চাইলে ১০০/২০০ টাকা হয়ত দিতে।সে টাকায় কিছুই হবে না।অন্যদের দিতেও তো অনেক টাকা লাগে।এত টাকা নিজের নেই।যারা দিবে তাদের কি যাকাত আদায় হবে?আমি কি এ খাতে ব্যয় করার জন্য যাকাতের টাকা নিতে পারব?