ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) তালাকের অধিকারপ্রাপ্ত কোনো মহিলা যদি বলে "আমার সংসার করা হবে না শেষকালে" (এখানে শুরুতে আমার শব্দটা বলেছে কিনা সন্দেহ তবে সংসার করা হবে না শেষকালে এটুকু বলেছে শিওর) এবং যদি হঠাৎ তালাকের নিয়ত চলে আসে মাথায় তবে শুরুতে এসেছে নাকি মাঝে এসেছে এটা নিয়ে সন্দেহে থাকে।e
এমতাবস্থায় ঐ বাক্যাটা বলাতে তালাক হবে না। এটা কেনায়া বাক্য নয়।
(২) নামাজে সালাম ফিরানো নিয়ে সন্দেহ হলে ১ টা নাকি ২ টা দিলাম, তা নিয়ে সন্দেহ হলে, করণীয় কি?
(৩) প্রত্যেক ওয়াক্তের নামাজে সন্দেহ হলে,তাহাররি তথা গভীর চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। যেদিকে মন সায় দেয়, সেই অনুযায়ী নামায পড়তে হবে। এবং শেষে সাহু সিজদা দিতে হবে।
(৪) সন্দেহ সন্দেহই। সন্দেহের উপর কোনো হুকুম আরোপিত হয়না। সুতরাং সন্দেহকে পরিহার করাই উচিৎ।
(৫) সন্দেহ থাকা সত্ত্বেও নামাজ চালিয়ে গেলে রুকু সেজদা পুনরায় আদায় না করলে, নামাজ হবে। তবে যদি সন্দেহ ৫০% এর বেশী হয়, তাহলে সেই সন্দেহকে আমলে নিয়ে শেষে সাহু সিজদা দিতে হবে।
(৬) বেদ্বীন শব্দের ব্যবহার অনেক ভাবেই হতে পারে।কখনো অমুসলিমকে বেদ্বীন বলা হয়ে থাকে আবার কখনো এমন মানুষকেও বেদ্বীন বলা হয়, যে ইসলামকে সঠিকভাবে পালন করে না।