ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হাসবেন্ডকে স্ত্রী ফোনের সাউন্ড ছোট করতে বললে বলে ছোট করবে না, স্ত্রী বলে তো না ঘুমাতো?
হাসবেন্ড উত্তর দেয়" It's your personal matter, not mine"
স্বামীর এমন কথায় কোনো অসুবিধা হবে না।
(২)
স্বামী সারাদিন ঘুমাচ্ছিল তাই স্ত্রী বলে উঠে যাও আর কত ঘুমাবে, স্বামী বলে আজকে আমার তেমন কাজ নেই, আর আজকে সে ****( একটা কেনায়া শব্দ) মানে বুঝাতে চেয়েছে তার কোন কাজ নেই তাই ঘুমাচ্ছে,
এই রকম শব্দ ব্যবহার করাতে কোনো অসুবিধা হবে না।
(৩)
স্ত্রী জ্বর ছিল তো স্ত্রীকে স্বামী বলে তুমি হাঁটো, হাঁটলে শরীর থেকে ঘাম ***** দিলে তোমার ভালো লাগবে( একটা শব্দ যেটা * এর জন্য ব্যবহার হয়)
জ্বর থাকাকালীন বেশ কয়েকবার শব্দটি ব্যবহার হয়েছে জ্বরের সাথে রিলেট করে।
এই রকম শব্দ ব্যবহার করায় অসুবিধা হবে না।
(৪)
***** নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকা হয়,স্বপ্নে হুরমত,***** নিয়ে স্বপ্ন দেখা হয়েছে।এর কারণ হল, আপনি ওডিসি রোগে আক্রান্ত হতে যাচ্ছেন।কাজেই আক্রন্ত হওয়ার পূর্বে মনোবিজ্ঞানী ডাক্তারের শরণাপন্ন হোন।
(৫)
স্বপ্নে দেখে একদিন মায়ের বিয়ের শাড়ি পরেছে নাকি হাতে ছিল মনে নেই, শাশুড়ি জিজ্ঞেস করেছিলেন কার শাড়ি?
হেসে উত্তর দিয়েছিল আম্মুর বিয়ের শাড়ি
এটাকে তখন গুরুত্ব দেয়া হয়নি।
এতে ভয়ের কোনো কারণ নাই।