আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
121 views
in সালাত(Prayer) by (36 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ ১.আমি কোন সালাত শুরু করলাম।
হয়তো একেবারে সালাতের  মাঝামাঝি  বা শেষে  আছি। এমন সময় যদি ভুলবশত কোন হরফের মাখরাজগত  ভুল হয় অথবা কোন হরকতের জায়গায় যদি অন্য কোন হরকত উচ্চারিত হয়ে যায়, এক্ষেত্রে আমি তো বুঝতে পারছি না যে অর্থের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। এমতাবস্থায় কি আমি কি সালাতটা ভেঙে দিয়ে আবার নতুন করে শুরু করব?? নাকি একটু আগে থেকে পড়ে ওই হরকতটা বা মাখরাজটা ঠিক করে নেব?

২.সালাতের মধ্যে আমার শুধু মাখরাজ নিয়ে সন্দেহ হয়। আমি চেষ্টা করি হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করার। তবে প্রায় প্রতি ফরজ নামাজের মধ্যে আমার মনে হয় যে তা এর উচ্চারণ হয়তো ত এর মত হয়ে গেল। বা চিকন হা এর উচ্চারণ মোটা এর মত হল। এইরকম সন্দেহ হয়। এক্ষেত্রে আমার কি করনীয়?

1 Answer

0 votes
by (573,960 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। 

মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।  

বিস্তারিত জানুনঃ-  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই একই রাকাতে একটু আগে থেকে পড়ে ওই হরকতটা বা মাখরাজটা ঠিক করে নিতে হবে।


فتاوی عالمگیری:
"ذكر في الفوائد: لو قرأ في الصلاة بخطأ فاحش، ثم رجع وقرأ صحيحاً، قال: عندي صلاته جائزة وكذلك الإعراب".  (1 / 82، الفصل الخامس فی زلۃ القاری، ط؛رشیدیہ)
সারমর্মঃ-
কেহ যদি নামাজে ভূল তিলাওয়াত করে,অতঃপর পুনরায় শুদ্ধ করে পড়ে,তাহলে আমার নিকট জায়েজ হবে।

 حاشیۃ الطحطاوی علی الدر 
"وفي المضمرات  : قرأ في الصلاة بخطأٍ فاحش ثم أعاد وقرأ صحیحاً فصلاته جائزة". (1/267، باب مایفسد الصلاۃ، کتاب الصلاۃ)
সারমর্মঃ-
কেহ যদি নামাজে ভূল তিলাওয়াত করে,অতঃপর পুনরায় শুদ্ধ করে পড়ে,তাহলে তার নামাজ সহীহ হবে।

(০২)
প্রবল ধারনা হলে একটু আগে থেকে পড়ে ওই হরকতটা বা মাখরাজটা ঠিক করে নিবেন।

আর যদি বিষয়টি শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে হয়, সঠিক পড়েছেন,এমনটাই যদি আপনার প্রবল ধারনা হয়,সেক্ষেত্রে সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করবেননা।
এগিয়ে যাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 309 views
...