(no subject)
Inbox
| 8:03 PM (9 minutes ago) | |
|
|
আস্সালামু'আলাইকুম ওয়া র'হমাতুল্লাহি ওয়া বারোকাতুহ,
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন শাইখ, আপনি আমাদের এতো এতো প্রশ্নের উত্তর দেন।
শাইখ আমার নামাযে প্রচুর ওয়াসওয়াসার সমস্যা। ৪ রাকাত নামাজ পড়তে ইদানিং প্রায় ৩০ মিনিট লাগছে।
সমস্যাগুলো হলো :
১. তাকবীরে তাহরিমা দেই কিন্তু মনে হয় দেই নাই।তাই কিছু দূর আগানোর পর অর্থাৎ সানা বা সূরা ফাতিহা পাঠ করার পর আবার নামাজ ভেঙ্গে তাকবীর দিয়ে সালাত শুরু করি।
২. সূরা ফাতিহা পড়ি কিন্তু মনে হয় পড়ি নাই, তাই আবার পড়ি।
৩. রুকু দেই মনে হয় দেই নাই।তাই আবার দেই। প্রত্যেক রাকাতে একই ঘটনা।
৪. সিজদাহ ২ বার দেয়ার পর মনে হয় ১ বার দিসি। তাই আবার একটা সিজদাহ দেই। মাঝে মাঝে মনে হয় ২ টা সিজদাহ দেই নাই, তাই পুনরায় ২ টা সিজদাহ দেই।
৫. তাশাহুদ পড়ি অনেক মনোযোগ দিয়ে, তারপর দরূদ শরীফ পড়তে পড়তে মনে হয় তাশাহুদ পড়া হয় নাই। তাই আবার পড়ি।
৬. নামাজ শেষে সিজদা সাহু দেই সেটাও মনে থাকে না সালাম ফিরানোর পর।তখন আবার সাহু সিজদাহ দিয়ে সালাম ফিরাই।
৭. সালাম ফিরানোর ব্যাপারটাও মনে থাকে না , তাই আবার সালাম ফিরাই। মনে হয় সালাম মুখে উচ্চারন করি নাই, তাই বারবার আওড়াই।
৮. রাকাত সংখ্যা মনে থাকে না, মনে হয় ৪ রাকাত পড়া হয়েছে, কিন্তু তারপরও কম সংখ্যক ধরে ৫ রাকাত সালাত আদায় করি। মনে হয় সালাত শেষে যদি মনে হয় ১ রাকাত কম পড়েছি, তখন তো আবার সালাত আদায় করতে হবে।
প্রত্যেক ওয়াক্তে একই সমস্যা। আমি জানি আদায় করা হয়েছে, তারপরও মনে হয় আদায় করি নাই। মনে হয় নামাজ হবে না, ফরজ ছুটে গেলে। তাই রোকন গুলো double double আদায় করি।(ami jore jore kirat o ruku sijda er tosbi pori tarpor o mone thake na)
- এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি?
- এভাবে ওয়াসওয়াসার কারণে double double রোকন আদায় করলে কি সালাত হবে?
- এতদিন কি আমার সালাত আদায় হয়েছে?
------------------------------------
শাইখ, আমার এই link এর প্রশ্নগুলোর উত্তর এখনও হয়তো কোনো কারণে দেয়া হয় নি,২ মাসের বেশি হয়ে গেছে,দিলে মুনাসিব হতো শাইখ।জাযাকাল্লাহ খাইর।
https://ifatwa.info/57010/?show=57085#a57085