আসসালামু আলাইকুম।
১.শায়েখ,আমার খালা-খালু,খালাতো ভাই তিনজনই ব্যাংকের চাকরি করে। তিনজনই বড় পোস্টে আছে(ম্যানেজার,ক্যাশিয়ার এগুলো) এছাড়া তাদের আর কোন ইনকাম নেই। তাহলে উনাদের বাড়ির খাবার কি জায়েজ হবে খাওয়া নাকি হারাম,যেহেতু সব খাবার এসব টাকা দিয়েই কেনা হয়??
আর আমার খালা চায় উনার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে।আমি আম্মুকে বলেছি উনাদের বাড়ির খাবার হারাম(এই নিয়তে যে হারাম টাকায় কেনা হয়,এটাতে কি অনেক গুনাহ হবে))।একথা বলার পর আম্মু বলেছে উনি চুরি করে এনে খাওয়ালেও আমার জন্য ঠিক আছে ওটা খাওয়া।আমি বলেছি কিন্তু হারাম খাবারের ইফেক্ট তো আছেই, উনাদের বাড়িও লোনের টাকায় করা,উস্তায লোন করে বাড়ি করাও তো জায়েজ নেই,তাহলে উনাদের বাড়িতে থাকা কি হারাম হবে?
এক্ষেত্রে কি হিকমাহ অবলম্বন করা উচিত??( আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের বুঝ দিয়েছেন আমাকে,কিন্তু ফ্যামিলিতে দ্বীনের বুঝ নাই।) ব্যাংকে চাকুরী হারাম জন্য বলেছে যদি বিসিএস হয়ে যায় তবে তার সাথে বিয়ে দিবে। আমি না করেছি।।উনাদের বাড়ি-ঘরও তো এসব টাকায়ই।।। কিভাবে বুঝানো যায় এটা??
২. আমার আম্মু আমার নামে কিছু টাকা রাখতে চায় ব্যাংকে, বেশি এমাউন্টের টাকা তো ঘরে রাখা পসিবল না।সেক্ষেত্রে সুদ বাদ দিয়ে বা সুদ নিবে না বলে কি রাখতে পারবে?? যদি না পারে ইসলামিকভাবে কীভাবে রাখতে পারে??? আর আমার নামে টাকা রাখলে যে যাকাত ফরজ হবে সেটা কি আম্মু আদায় করে দিলে হয়ে যাবে আমার পক্ষ থেকে??(আমি স্টুডেন্ট এখনো)
৩.চাচাদের সাথে ঝামেলার জন্য আমার আব্বু ছোটবেলায় (নাবালক অবস্থায়?আমার ভাইয়ের নামে বাসার জমি লিখে দেয়।আর বলেছে ও বড় হলে যেন আমাকে কিছু অংশ লিখে দেয়।আব্বু মারা গেছেন বেশ কয়েক বছর।এখন এটাতে কি আমার অংশ থাকবে বা ওয়ারিসের যে সম্পদ বন্টন হয় বাসার এই জমি কি তার মাঝে পড়বে নাকি পড়বে না?