আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
397 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (47 points)
recategorized by
কেউ যদি কুরআন কপালে লাগায়,কুরআনের সামনে সিজদা করে তাহলে কি তা হারাম,শিরক হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো আল্লাহ তায়ালা  ব্যাতিত কাহারো সেজদাহ করা জায়েজ নেই।
এই জন্য কুরআন মাজিদ (পান্ডুলিপি) কেউ সেজদাহ করে জায়েজ নেই।
যদিও মুহাব্বতের নিয়তে করুক,তারপরেও এটি নাজায়েজ।
,
তবে কুরআন কারীমকে মুহাব্বতের নিয়তে কপালে লাগানো,মুখে লাগানোর অনুমতি রয়েছে।
তারপরেও সেক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করা জরুরি ,যে কুরআন শরিফ সামনে উপরে উঁচু করে কপালে লাগাবে,মুখে লাগাবে।
কুরআন কারিমের সামনে মাথা ঝুকিয়ে কপালে লাগানো  যাবেনা।
রেহালের উপর রাখিয়া ঝুকে চুম্বন করা উচিত নয়।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ৩/৫৩৩)
তবে কিছু উলামায়ে কেরামগন এমনটি করাকেও নাজায়েজ বলেছেন।    

হাদীস শরীফে এসেছেঃ   
 سنن ابن ماجه :
"عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ: لَمَّا قَدِمَ مُعَاذٌ مِنْ الشَّامِ سَجَدَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فقَالَ: "مَا هَذَا يَا مُعَاذُ؟ " قَالَ: أَتَيْتُ الشَّامَ فَوَافَقْتُهُمْ يَسْجُدُونَ لِأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ، فَوَدِدْتُ فِي نَفْسِي أَنْ نَفْعَلَ ذَلِكَ بِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "فَلَا تَفْعَلُوا، فَإِنِّي لَوْكُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِغَيْرِ اللَّهِ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا... الحديث". (3/ 59ط:دار الرسالة العلمية)
যার সারমর্ম হলো হযরত মুয়াজ বিন জাবাল রাঃ শাম থেকে আসার পর রাসুল সাঃ কে মুহাব্বতের তাগীদে সেজদাহ করেছিলেন,   রাসুল সাঃ সেটা থেকে নিষেধ করেছিলেন।
বলেছেন আমি কাউকে আল্লাহ ব্যাতিত অন্য কাহারো সেজদাহ করার আদেশ করি,তাহলে স্ত্রীদেরকে বলবো স্বামীকে সেজদাহ করতে।  

ফাতাওয়ায়ে শামীতে আছে   
وفي الدر المختار وحاشية ابن عابدين:
"وفي القنية في باب ما يتعلق بالمقابر: تقبيل المصحف قيل: بدعة؛ لكن روي عن عمر - رضي الله عنه - أنه كان يأخذ المصحف كل غداة ويقبله ويقول: عهد ربي ومنشور ربي عز وجل، وكان عثمان - رضي الله عنه - يقبل المصحف ويمسحه على وجهه". (6/384 ط:سعید)
কেহ কেহ কুরআন শরিফ মুখে লাগানো,চুমো দেওয়া কেহ কেহ বিদআত বলেন।
কিন্তু ওমর রাঃ থেকে বর্ণিত আছে যে তিনি প্রত্যেহ সকালে কুরআন শরিফ চুমো দিতেন।  

وفي حاشية إبن عابدين :
"وفي الملتقط: التواضع لغير الله حرام".(6/384 ط:سعيد)
আল্লাহ তায়ালা ব্যাতিত অন্য কাহারো সামনে মাথা নুত করা হারাম।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উপরের পদ্ধতি অনুপাতে কুরআন শরিফ কপালে লাগানো,মুখে লাগানো যাবে।
,
তবে কুরআন শরিফকে কোনোভাবেই সেজদাহ করা যাবনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...