ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ
হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?
قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَىٰ
তিনি বললেনঃ এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্যে বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজ ও চলে।
قَالَ أَلْقِهَا يَا مُوسَىٰ
আল্লাহ বললেনঃ হে মূসা,মি ওটা নিক্ষেপ কর।
فَأَلْقَاهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَىٰ
অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।
قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا الْأُولَىٰ
আল্লাহ বললেনঃ তুমি তাকে ধর এবং ভয় করো না, আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।( সূরা ত্ব্হা১৭-২১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চল্লিশোর্ধদের জন্য লাঠির ব্যবহার মুস্তাহাব।
(২+৩)
বিষয়টা জটিল, স্থানীয় পর্যায়ের কোনো আলোম বা দারুল ইফতায় যোগাযোগ করুন। তবে দেওবন্দ মাদরাসা যেই সমস্ত পরামর্শ দিয়েছে, সেগুলো তাবলীগ জামাতের জন্য মান্য করা অপরিহার্য।