আলহামদুলিল্লাহ, আমি পুত্র সন্তানের বাবা হলাম। সন্তানের নাম রাখার জন্য উপরক্ত নামটি ঠিক করেছি । তাই নামটির অর্থ জানতে চাচ্ছি.
"তাহমিদ যাবির আল রুওয়াইলি" অথবা "তাহমিদ যাবির রুওয়াইলি" এই নামের অর্থ কি হবে এবং নামটি এইভাবে সাজালে হবে নাকি অনভাবে রাখা যাভে?
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো।
আহমাদ ২১৬৯৩, আবূ দাঊদ ৪৯৪৮, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১২২৭, য‘ঈফুল জামি‘ ২০৩৬, সহীহ ইবনু হিব্বান ৫৮১৮, শু‘আবুল ঈমান ৮৬৩৩, সুনানুদ্ দারিমী ২৬৯৪, হিলইয়াতুল আওলিয়া ৫/১৫২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৮৬।