জবাব
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো অযুতে সেই সমস্ত অঙ্গ ধোয়া ফরন,যদি সেগুলোর ভিতর কোনো এমন জিনিস লেগে যায়,যেটা চামড়া পর্যন্ত পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে,তার কারনে যদি আসলেই শরীরে পানি না পৌছে,এমনটি হয়ে থাকলে অযু, গোসল হবেনা, সেই অযু বা গোসল দিয়ে নামাজ আদায় করে থাকলে ঐ নামায গুলো আবার পড়ে নিতে হবে।
হযরত আবু তামীম জায়শানী রাহ. থেকে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে আমর রা. যখন অযু করতেন আংটি নাড়াচাড়া করতেন। আবু তামীমও তা করতেন। ইবনে হুবায়রাও তা করতেন।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৩৭১ (৪৫৬); মাবসূত, সারাখসী ১/১০; আদ্দুররুল মুখতার ১/১২৬; আলবাহরুর রায়েক ১/১৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৪২৮)
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আসলেই সেটি পানি যাওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে,তাহলে পরবর্তীতে উক্ত ময়লা দুর করে শুধুমাত্র সেই জায়গায় পানি পৌছালেই অযু হয়ে যাবে।
পুরো অযু করার প্রয়োজন নেই।
,
(প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন, সাধারণত উক্ত ময়লা শরীরে পানি পৌছাতে বাধা সৃষ্টি করেনা, সেটা ভিজে গেলে কিছুক্ষন পর হলেও তার নিচে পানি চলে যায়,তারপরেও পানি পৌছানো নিশ্চিত করতে সেই ময়লা তুলে ভালো ভাবে মলে মলে সেই জায়গায় পানি পৌছাতে হবে।
যাতে পানি অবশ্যই পৌছে,অযুতে শরীরের যেই জায়গা গুলো ধোয়া ফরজ,তার এক চুল পরিমানও যেনো শুকনো না থাকে।)
বিস্তারিত জানুনঃ