আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
164 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু


প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের উপর তো দাওয়াতের দায়িত্ব দেয়া হয়েছে ।


১/আমাদেরকে হিন্দু-মুসলিম খ্রিস্টান প্রত্যেককে দাওয়াত দিতে হবে?


ক)সেই দাওয়াতের মূলনীতিটা কি?


খ) প্রত্যেকের উপর কি দাওয়াত দেয়া ফরজে আইন ?


২/আমার একজন হিন্দু বন্ধু আছে তাকে দাওয়াত দেওয়ার সম্পর্কে আমি মাঝেমধ্যে চিন্তিত হই কিন্তু দাওয়াতের মূলনীতি কি হবে এবং তাকে দাওয়াতের ক্ষেত্রে কি কি বিষয় থেকে বেঁচে থাকতে একজন মুসলিম হিসেবে। এ বিষয়ে কোন জ্ঞান নেই বললেই চলে সেই ক্ষেত্রে আমি তাই অগ্রসর হতে পারতেছি না


ক) আমার ঐ বন্ধু খুব বই পড়ে। উপন্যাস, গল্প, গোয়েন্দা পড়ে থাকে এবং অনেক মেধাবী।


খ) শুধু একটু গম্ভীর আর কথা কম বলে মানে নিজের ভাব প্রকাশ করতে চায় না।


গ) যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় দাওয়াত দিতে গিয়ে। এই ভয় কাজ করে


৩/আমি যেখানে এখন থাকি এখানে একটা হিন্দু পরিবার আছে। আমি এই এলাকায় প্রায় 16-17 বছর ধরে অবস্থান করছি কিন্তু কাউকে এখন পর্যন্ত ওদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে দেখিনি নেই সে ক্ষেত্রে আমার করনীয় কি?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
“তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য একটি লাল উট পাওয়া থেকেও উত্তম।” (বুখারী ১২/৩৭)
তিনি আরো বলেন:
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি হেদায়েতের পথে আহবান করে সে ঐ পরিমাণ সওয়াবের অধিকারী হয় যে ব্যক্তি তদনুযায়ী আমল করে। কিন্তু এতে আহ্বানকারীর সওয়াব কমানো হয় না।”(সুনানু আবি দাউদ-৪৬০৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/31389

অমুসলিমকে দাওয়াত দেয়ার সময় কয়েকটি বিয়ষের প্রতি লক্ষ্য রাখতে হবে।
(১)যিনি দাওয়াত দিবেন, উনাকে সুন্নাহর পুরোপুরি অনুসারী হতে হবে।

(২)নরম ভাষায় দাওয়াত দিতে হবে।

(৩)  যাকে দাওয়াত দেয়া হবে, তার চিন্তাভাবনা ও রুচি অনুযায়ী কথা বলতে হবে।

(৪) সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া হবে।

(৫) ধর্য্য সহকারে দাওয়াত দিতে হবে।

(৬) কুরআন অধ্যয়নের দিকে তাকে মনোনিবেশিত করতে হবে।

(৭)
ইসলামের সোনালি ইতিহাস তার সামনে তুলে ধরার চেষ্টা করা।

(৮) যাকে দাওয়াত দেওয়ার ইচ্ছা তার সুবিধা অসুবিধার দিকে আন্তরিকতার সাথে লক্ষ্য রাখা।বিশেষ করে তার অসুবিধাকে দূর করে দেওয়া।

(৯) হেদায়ত লাভের উপকরণ তথা বই পুস্তিকা তাকে সরবরাহ করা।

(১০)তার হেদায়েতের জন্য মহান আল্লাহর নিকট দুআ করা।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হিন্দু-মুসলিম খ্রিস্টান প্রত্যেককেই দাওয়াত দিতে হবে।
(ক) দাওয়াতের মূলনীতি বলতে উপরের বিষয়গুলোকে যত্নসহকারে বুঝতে হবে।
(খ) দাওয়াত দেয়া ফরজে কেফায়া।

(২) আপনি আপনার হিন্দু বন্ধুর প্রতি আন্তরিকতা দেখান, তার সুবিধা অসুবিধাগুলোকে আন্তরিকতার সাথে সমাধান করার চেষ্টা করুন।

(ক) আপনি আপনার ঐ বন্ধুে ইসলামি উপন্যাস, গল্প ইত্যাদি হাদিয়া দিন।

(খ) তার সাথে উত্তম আচরণ করুন।

গ) সুসম্পর্ক বজায় রেখে দাওয়াত দিন।

(৩) আপনি এখন তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়ার চেষ্টা করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...