অনেক সময়,গাড়িতে নামাজ পড়ার প্রয়োজন পড়ে। ওয়াক্তের পরে আসি বাসায়,বাই চান্স ওয়াক্তের আগে আসি।এসবক্ষেত্রে গাড়িতে নামাজ পড়লে কি বাসায় এসে পুনরায় আাদায় করব ওয়াক্তের আগে বা পরে যদি আসি।
উস্তাদ ১ম সেমিস্টারের ফিকহ ক্লাসে এ ব্যাপারে বলেছিলেন,দলিলসহ উত্তর পেলে ভালো হবে,কাউকে বললে দলিল চায়,আশা করি বিষয়টি বুঝবেন।