১। কারো হায়েজ শুরু হওয়ার পর সাদাস্রাব আসা মানে কি হায়েজ হওয়ার আর সম্ভাবনা নেই? নাকি সাদাস্রাব বেরোনের পর এ হায়েজের পানি বা রক্ত বা সূতার ন্যায় কিছু বা গুঁড়া গুঁড়া কিছু বের হতে পারে?
২। হায়েজের ৮ম,৯ম দিন টিস্যু দিয়ে চেক করলে টিস্যুতে কালচে গুঁড়ো গুঁড়ো কিছু দৃশ্যমান হয়,আবার সাদাস্রাব ও আসে, কখনো কখনো হলদে হয় সেটা।
বুঝতে পারছি না হায়েজ শেষ কিনা,কী করনীয়?
হায়েজ নির্দিষ্ট না, একেক মাসে একেক সময়ে শেষ হয়,কখনো ৭,কখনো ৮, কখনো ১০ দিন,এমন