১. আমার তালাক নিয়ে অধিক ভাবনার একটি বাতিক আছে। যার ফলে কিছু হলেই শুধু ভয় কাজ করে, আজ হঠাৎ একটা পুরাতন ঘটনার কথা মনে পরেছে, যেখানে হয়তো আমার বউ এর কোনো কাজে রাগ হয়ে কিছু একটা বলেছিলাম, যার ফলে আমার বউ আমাকে ম্যাসেঞ্জারে ব্লক করে ও আমার এক বন্ধু কে বলে, যে " তোমার বন্ধু, আমাকে তালাক দেওয়ার কথা বলে/ বা দিতে চায়" এই টাই মনে আছে। তবে আমি ৯৫% বিশ্বাসী আমি আমার বউ কে কখনোই এমন কথা বলি নি যা দ্বারা সংসার ভাঙ্গ হবে, যেমন, তালা_ দিলাম, বা ছেড়_ দিলাম ইত্যাদি। এরকম কখনোই হয় নি হয়তো ভয় দেখানোর জন্য, ভবিষ্যত বাচক শব্দ ব্যবহার করতে পারি। কিন্তু তাও আমার শুধু এসব মনে হয়, আর সন্দেহ জাগো। এগুলো আগেও হতো তাই মুফতি সাহেবদের পরামর্শ নিয়ে সব পুরাতন ম্যাসেজ ডিলেট করে দেই। কিন্তু আমার বউ এগুলো ডিলেট করো নাই। স্মৃতি হিসাবে রেখাে দিয়েছি। এখন আমার যখন পুরাতন ঘটনা নিয়ে সন্দেহ হয়, ওর মোবাইলে গিয়ো এসব খোজে দেকতেও পারি না, কারন ও এসব দেখডে দেয় না। ওকে বললেও মনে হয় না খোজে দেখবে। এখন,উপরের ঘটনার যে কথাগুলো ওকে বলেছিলাম এগুলো হয়তো ম্যাসেন্জারেই বলেছিলাম। আমি তা দেখতে পারতেছিনা, বউ এর মোবাইল থেকে দেখা ও কঠিন,, জোর করতে হবে, এতে সমস্যা ও হতে পারে।
এখন আমার কি করনীয়? আমার কি বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে?
২. এরকম যদি পূর্বের অন্য কোনো ঘটনাও মনে হয়,যা নিয়ে সন্দেহ দানা বাদে, তখন কি করবো, পরিষ্কার মনে ও থাকে না বিষয় গুলো কি বলেছি, অপর দিকে আমার মোবাইলে দেখতেও পারি না, এমতাবস্থায় ম্যাসেজ গুলো কি বউ এর মোবাইলে সার্চ করে খোজ করা জরুরী? না কি মন থেকে বাদ দিয়ে দিবো।( উল্লেখ্য ম্যাসেজ গুলো খোজা তেমন সময় সাপেক্ষ না, তবে আমার কাছে তো নাই, বউ এর কাছে ওর থেকে কিভাবে দেখবো)
৩. আজকে একটা ছেলের কথা আমার বউ আমাকে বলছে যে, অমুল ছেলে এমন খারাপ যে আল্লাহ কেও গালাগালি করছে (নাউজুবিল্লাহ) পরে আমি বললাম " ওর তো ইমান শেষ,ওর ইমান নবায়ন করতে হবে" এটা শুনে বউ বলে যে " ওর ইমান নাই ই মনে হয়। আমি বললাম মনে হয় আবার কি, ওর ইমান নাই ই। পরে সে বলে" হ্যা এর ইমান নাই মনে হয়"। তারপর আমি বললাম, " মনে হয় নাই, এ কাফের এতে কোনো সন্দেহ নাই" পরে বউ বলে, "হ্যা, বিকৃত মস্তিষ্ক ইটার"
বউ কি এতো কাফের কেও, কাফের কি না,এটা হওয়া নিয়ে সন্দেহ করলো?মনে হয় বলে? এতে কি ওর ইমানের সমস্যা হবে?
৪. একজনঃ আমার এক নায়িকাকে পছন্দ, ওকে কি জান্নাতে পাবো? শায়েখঃ তার জন্য আপনারে জান্নাতে গিয়ে আবার জাহান্নামে আসতো হবে। এই ধরনের কথায় হাসাহাসি করলে বা শেয়ার করলে ই ইমানে সমস্যা হবে?
৫. প্রশ্ন গুলোর জন্য কোনো ভাবে সমস্যা হবে না তো?
৬. হলে হঠাৎ হিন্দু পন্ডিতদের উতপাত দেখে একজন বললো এরা আবার এই হলে কি শুরু করছে। তখন অন্যজন ভাবলো " এরা আসলে কি সমস্যা " পরেই তার মনে হলো তার এই ভাবনায় কি কুফরে সন্তুষ্ট প্রকাশ পাচ্ছে! পরে সে বললো" নাহ এদের আসা যাওয়া থামানো উচিত এরা তো সমস্যা করবে" তার ভাবনার জন্য কি কুফর হবে?