আমি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ি। আমাদের প্রতি বছর ১০টা বিষয় পড়তে হয়। ৫টা বিষয় করে বছরে দুইটা পরীক্ষা হয় দুটোই ফাইনাল পরীক্ষা। প্রত্যেক বিষয়ের জন্য আবার আলাদা ভাবে ৩০ নম্বরের ২টা ক্লাস টেস্ট হয় যা ফাইনালের অন্তর্ভুক্ত এবং ১০ নম্বর করে প্রতি বিষয়ের ক্লাস উপস্থিতি,বাড়িড় কাজ ইত্যাদি উপর থাকে। অতএব ফাইনাল হয় ৬০ নম্বরের।
*ফাইনালের কোন বিষয়ে ফেইল করলেও পরের ক্লাসে প্রমোশন হয়।এমনকি অনার্সে কোন বিষয়ে ফেইল থাকলেও মাস্টার্স করা যেত। কিন্তু সাম্প্রতিক বিশওবিদ্যালয় নিয়ম করে যে শেষ বর্ষে ফেইল করলে আর মাস্টার্স করা যাবে না। পরের ব্যাচের সাথে পরীক্ষা দিয়ে পাস করে আসতে হবে। সেক্ষত্রে ১ বছর অপেক্ষা করা লাগবে।
*মূল কথা- আমি শেষ বর্ষে ১ম ফাইনাল পরীক্ষায় ১ বিষয়ে ফেইল করি। পরে পরীক্ষা কমিটির চেয়ারম্যানের কাছে যাই। আরেকবার পরীক্ষা দেয়া যাবে কিনা জানতে চাই. কারণ ১টা বিষয়ের জন্য ১ বছর লস যাবে। তিনি বলেন বিষয় শিক্ষকের নিকট হতে গ্রেস মার্ক নিতে। অর্থাৎ ৬ নম্বর যোগ করে পাস নিয়ে নিতে। আমি বিষয় শিক্ষকের নিকট গেলে তিনি বলেন এটা লিগ্যাল না ,মানবিক ভাবে দেয়া গেলেও তিনি রিক্স নিবেন না।যদি এক্সাম কমিটি অনুরোধ করেন তাহলে দিতে পারেন। এক্সাম কমিটি কে এই কথা জানাই।কমিটি এই বিষয়টা পুরো ডিপার্টমেন্টের শিক্ষকদের মিটিং এ উত্থাপন করেছিল। আমাকে শর্ত দেয় শেষ সেমিস্টারে কোন বিষয়ে ফেইল করা যাবে না,যদি শর্ত পুরন হয় সেক্ষেত্রে এক্সাম কমিটি বিষয় শিক্ষককে অনুরোধ করবেন যতে আমাকে গ্রেস দিয়েই পাস দিয়ে দেয়। আমি শর্ত পুরন করেছি।মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে জানি না,কিন্তু আমি সব শেষ যোগাযোগ করলে আমাকে বলেছেন চিন্তা না করতে। আমি চাই পরীক্ষা দিতে,কিন্তু উনারা গ্রেস দিয়েই পাস করিয়ে দিতে চান।
* আমি জানতে চাই যে- এভাবে গ্রেস নম্বরে পাস নিলে তা জায়েয হবে কি?