আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায,
আমি একজন ছোট উদ্যোক্তা।একজন বিশস্ত মানুষকে দিয়ে আমি ইন্ডিয়া থেকে প্রডাক্ট আনাই,ওনি নিজে গিয়ে আনেন।আমার ছোট একটা বিজনেস আছে,প্রায় ৪ বছর ধরে রানিং, আগে বাংলাদেশ এর প্রডাক্ট সেল করতাম বিভিন্ন কাপড়,পাঞ্জাবি ইত্যাদি এখন এগুলোর পাশাপাশি ইন্ডিয়া থেকে আনা কিছু স্কিন কেয়ার প্রডাক্ট অনলাইনে সেল করি,উস্তায আমি যে প্রডাক্ট গুলো সেল করি সেগুলো সাড়া বাংলাদেশ এর মানুষই মোটামুটি ব্যবহার করেন শীতের সময়, যেমন বিভিন্ন পাউডার,ক্রিম,ময়েশ্চারাইজার,লোশন,তেল ইত্যাদি।
উস্তায প্রায় অনেক বোনেরা আমাকে বলে ইন্ডিয়ান প্রডাক্ট নিয়ে কাজ না করতে,অনেকে বলে বয়কট করতে।যখন ইন্ডিয়ায় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটু কথা বলার কারণে একটা বিষয় চলতেছিলো তখন তো উস্তায আমরা সবাই ই মৌন আন্দলোন হিসেবে ইন্ডিয়ার প্রডাক্ট বয়কট করেছিলাম সেই বয়কট টা কি সারাজীবন ই করতে হবে আই মিন ইন্ডিয়া থেকে প্রডাক্ট এনে কি সেল করা হারাম হবে?এ থেকে প্রাপ্ত আয় কি হালাল হবে না?