আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ হযরত,
১. উস্তাদ, কেউ যদি হাত পানিতে ভিজিয়ে অযুর অঙ্গগুলো ভালো করে ঢলে নেয়, কিন্তু অঙ্গগুলোর উপর পানি প্রবাহিত করলো না, তাহলে উযূ হবে?
২.ধরুন, কারো পায়ে জখম হলো, তাই ঐ পায়ে পানি প্রবাহিত করতে পারবে না! এখন সে বাকি অঙ্গগুলো যথানিয়মে পানি দিয়ে ধুয়ে নিল, আর যে পায়ে জখম সে পায়ে হাত ভিজিয়ে মাসাহ বা ঢলে নিল, তাহলে অজু হবে?