আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (23 points)
আসসালামু আলাইকুম।
১। "এক চুক্তির মধ্যে অন্য চুক্তির শর্ত করা" এবং "চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা" এই দুইটি ধরণের উদাহরণ দিলে উপকৃত হতাম।

২। একটি 'মাইক্রো জব' (অনলাইনে ছোট ছোট কাজ করে অল্প উপার্জন করার প্লাটফর্ম) সাইটের রেফারেল বোনাস দেয়ার পদ্ধতিঃ

"প্রতিটি ব্যক্তিকে যোগদান করানোর জন্য আপনি ১০০ টাকা পাবেন এই শর্তে যে, সেই ব্যক্তি ৫০০ টাকা উপার্জন করবে এবং অর্থ উত্তোলন করবে।"

এটা কি চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা হলো না? এভাবে রেফারেল বোনাস নেয়া কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (573,660 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم


(০১)
"এক চুক্তির মধ্যে অন্য চুক্তির শর্ত করা" যেমন, কোনো ব্যাক্তি দোকান থেকে মোবাইল ক্রয় করার সময় দোকানদার তার সাথে চুক্তি করলো যে আমি এই মোবাইল বিক্রয় করবো,তবে শর্ত হলো তাহা এক মাস পর আমার কাছেই বিক্রয় করতে হবে।

"চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা"
যেমন, কেহ বললো যদি তুমি আমার বাসায় আসো,সেক্ষেত্রে তোমার মোবাইল আমি ক্রয় করবো,নতুবা নয়।

(০২)
শরীয়তের বিধান হলো যেখানে কোনো কাজ ছাড়াই বিনিময় পাওয়া সেটা নাজায়েজ।  

কুরআনুল কারীমের আয়াত-

لا تاكلوا اموالكم بينكم بالباطل

 এর ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেছেন, أن يأكله بغير عوض (শর্তযুক্ত আকদে) বিনিময়হীন উপার্জনই হল বাতিল পন্থার উপার্জন। (আহকামুল কুরআন, জাসসাস ২/১৭২)

হযরত হাসান বসরীসহ অন্যান্য অনেক তাফসীরবিদও আয়াতটির একই ধরনের তাফসীর করেছেন (দ্রষ্টব্য: রূহুল মাআনী ২/৭০, ৫/১৫; তাফসীরুল মানার ৫/৪০)
.
شعب الإيمان (2/ 434):
" عَنْ سَعِيدِ بْنِ عُمَيْرٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: " عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ، وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ ".
সায়ীদ বিন উমায়ের আনছারী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন- ‘কোন প্রকারের জীবিকা উত্তম?’ উত্তরে তিনি বললেন— নিজ হাতের কামাই এবং সৎ ব্যবসায়।
(মিশকাত ২৭৮৩)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বৈধ কোনো সাইটে বা বৈধ কোনো কাজে শরীয়াহ খেলাফ কিছু না থাকলে রেফারের কমিশন জায়েজ,তবে রেফারের রেফার-এর কমিশন নাজায়েজ।

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এখানে চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা হলো না। এভাবে রেফারেল বোনাস নেয়া জায়েজ।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...