ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্বামীর সামনে শরীরের সবকিছুই খোলা যাবে। হ্যা,সাধারণত একজন মহিলা অন্য মহিলার সামনে যে হাত পা খোলা রেখে ঘুমান,সেভাবে স্ত্রী তার স্বামীর পাশে ঘুমানোই উচিৎ।
(২)
আপনার বিবরণমতে আপনার যেই ওয়াক্তে উযর থাকবে না, সেই ওয়াক্তে আপনি মা'যুর হিসেবে বিবেচিত হবেন না।আর যখন পূর্ণ ওয়াক্ত ব্যাপি উযর থাকবে, তখন আপনি মা'যুরের মত নামায পড়বেন।
شَرْطُ ثُبُوتِ الْعُذْرِ ابْتِدَاءً أَنْ يَسْتَوْعِبَ اسْتِمْرَارُهُ وَقْتَ الصَّلَاةِ كَامِلًا وَهُوَ الْأَظْهَرُ كَالِانْقِطَاعِ لَا يَثْبُتُ مَا لَمْ يَسْتَوْعِبْ الْوَقْتَ كُلَّهُ حَتَّى لَوْ سَالَ دَمُهَا فِي بَعْضِ وَقْتِ صَلَاةٍ فَتَوَضَّأَتْ
وَصَلَتْ ثُمَّ خَرَجَ الْوَقْتُ وَدَخَلَ وَقْتُ صَلَاةٍ أُخْرَى وَانْقَطَعَ دَمُهَا فِيهِ أَعَادَتْ تِلْكَ الصَّلَاةَ لِعَدَمِ الِاسْتِيعَابِ. وَإِنْ لَمْ يَنْقَطِعْ فِي وَقْتِ الصَّلَاةِ الثَّانِيَةِ حَتَّى خَرَجَ لَا تُعِيدُهَا لِوُجُودِ اسْتِيعَابِ الْوَقْتِ.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/৪০)