আসসালামু আলাইকুম উস্তাদ।
আমাকে নেগেটিভ্লি নিবেন না ,আমার অবস্থাটা একটু বুঝার চেষ্টা করবেন, আমার স্বামীর বোন হাটতে পারে না,বয়স ২১ কিন্তু ও প্রতিবন্ধী না, তাই আমার স্বামি তাকে কোলে করে সব জায়গাতে নিয়ে যায়, আমার ননদ এর শারীরিক গঠন বয়সের তুলনায় অনেক বেশি,অনেক সাস্থ্যবান,বিয়াদপি মাফ করবেন উস্তাদ, কোলে নিলে ওর বুক আমার স্বামীর বুকের সাথে লেগে যায়,এছাড়া আমার ননদের পিছনে ও হাত দিয়ে ধরতে হয়,কিন্তু এই গুলা দেখতে আমার খুব খারাপ লাগে,কষ্ট লাগে,আমি আমার ননদকে ভালোবাসি ওর খেয়াল রাখি,ওর বেশির ভাগ কাজ করে দি,কিন্তু আমার ননদ আমাকে খুব হিংসা করে,তার ভাইয়ের সাথে আমাকে সহ্য করতে পারে না,আমার ননদ সব সময় আমাকে বুঝাতে চাই যে আমার স্বামী তাকে পছন্দ করে(আমার ননদ কে) আমি খুব মানসিক যন্ত্রণায় আছি,এমন একটা বিষয় না কাউকে কিছু বলতে পারছি আর না সহ্য করতে পারছি।আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন উস্তাদ।
কোলে নেওয়ার বিষয় গুলা আমি বিয়ের আগে জানতাম না ,আমার কি করা উচিত উস্তাদ?