ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)স্বামী যদি বলে তোমার সাথেই আমার কোনো কাজ নাই তো কি করবো। এটা কেনায়া বাক্য নয়।
(২)স্বামী মোবাইল টিপে অনেক এটা নিয়ে কথা কাঁটা কাটি হয়। তখন হাসব্যান্ড বলে তোমার সাথেই আমার কোনো কাজ নাই তো কি করবো মানে সে বুঝাতে চাইছিলো তোমার সাথেই আমার কোনো কাজ নাই তাই আমি মোবাইল টিপি। এটাও কেনায়া হবে না।
(৩)
শুধুমাত্র দেখলেই যে হুরমত হবে বিষয়টা এমন না।বরং সহবাসের ইচ্ছা মনের মধ্যে থাকতে হবে।নতুবা হুরমত হবে না। সুতরাং শাশুড়িকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনিয়তা নাই,হুরমত হবে না।
(৪)মহিলার সাথে মহিলার হুরমত কি!! আপনি কি নতুন মুসলমান।হুরমতের অর্থও সম্ভবত জানেন না। হুরমত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1233
(৫)ননদের সাথেই বিয়ের আগে শারীরিক সম্পর্ক বলতে কি? মহিলা মহিলায় শারিরিক সম্পর্ক কিভাবে হবে।'৮
(৬) দেবরের সাথেই খারাপ চিন্তা আসলে কিংবা দেবর ভাবীকে নিয়ে খারাপ ভাবলে বা খারাপ ভাবে স্পর্শ করলে হুরমত হয় না।
(৭) মা যদি ২ বছরের সন্তানকে কোনো খারাপ ইচ্ছা কিংবা সহবাসের ইচ্ছা নিয়েই স্পর্শ করে তাহলে হুরমত হবে না।
(৮)স্পর্শের হুরমত আর দৃষ্টির হুরমত উভয় ক্ষেত্রেই মা যদি সন্তানের সাথে সহবাসের ইচ্ছা নিয়েই ধরে আর বাচ্চার বয়স যদি হয় ২ বছর কিংবা বাচ্চা বলেজ না হয়, তাহলে হুরমত হবে না।
(৯) ওডিসি চিকিৎসা করান।
(১০) হুরমত হবে না।
(১১)বাবুর আধা খাওয়া মাল্টার টুকরা যেটা বাবু চুষে খাওয়ার ফলে গরম হয়ে ছিলো সেটা মা খাওয়ার সময় মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসলে বাচ্চার সাথেই সহবাসের চিন্তা আসলে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো তালাক হবে না।
(১২)বলেগ হয়নি এমন ছেলে বাচ্চাকে যদি বাচ্চার মা সহবাসের উদ্দেশ্য কিংবা খারাপ নিয়তে চোখ টিপ দেয়, খারাপ শব্দ বলে, খারাপ সাউন্ড উচ্চারণ করে তাহলেও ওই মহিলার স্বামীর সাথেই সম্পর্ক নস্ট হবে না, তালাক হবে না।
(১৩) কিংবা বাচ্চাকে মা ধরে চিপ দিসে সাথে মা তার নিজের দাঁত কিড়মিড় করসে সহবাসের চিন্তা নিয়ে তাহলেও স্বামীর সাথে ওই মহিলার সম্পর্ক বাদ হয়ে যাবে না, তালাক হবে না।
(১৪) তালাক হবে না।
(১৫) স্ত্রীর কথায় লি'আন হবে না।
(১৬) মহিলার কথায় লি'আন হবে না।